শোক দিবসের দোয়া মাহফিলে নৃত্য দাবিতে প্রচারিত ভিডিওটি বিজয় দিবসের

সম্প্রতি ‘শোক দিবসের দোয়া মাহফিলের অনুষ্ঠানে নৃত্য পরিবেশন‘ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হয়।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, শোক দিবসে দোয়া মাহফিল অনুষ্ঠানে নৃত্য পরিবেশন দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময় বা শোক দিবসের কোনো ভিডিও নয় বরং এটি ২০১৪ সালে সৌদি আরবের জেদ্দায় মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক আয়োজিত বিজয় দিবস উৎযাপন সম্পর্কিত ভিডিও।

মূলত, মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সৌদি আরব ইউনিটের উদ্যোগে ২০১৪ সালের ২৬ ডিসেম্বরে জেদ্দার একটি কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এক অনুষ্ঠানমেলার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানমালায় দোয়া মাহফিলের পাশাপাশি বিজয় র‍্যালি, শিশু কিশোরদের ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অন্তর্ভূক্ত ছিল।

তবে ২০১৫ সাল হতে শুরু করে প্রায় প্রতিবছর উক্ত অনুষ্ঠানের অন্যান্য আয়োজনের বিষয়গুলো বাদ দিয়ে শুধুমাত্র দোয়া মাহফিলের অনুষ্ঠানে নাচের ভিডিও উল্লেখ করে নেতিবাচক শিরোনামে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

উল্লেখ্য, গত বছরের আগস্ট মাসে একই দাবিতে উক্ত ভিডিও টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে বিষয়টিকে সে সময়ে মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছিল রিউমর স্ক্যানার।

আরও পড়ুন

spot_img