গত ০৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে ভারত ও বাংলাদেশের কিছু সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের সাম্প্রদায়িক ইস্যু ছাড়ও পাল্টাপাল্টি পোস্ট করতে দেখা যায়, ভারতের সামাজিক মাধ্যম ফেসবুক ব্যবহারকারীরা ‘বাংলাদেশের স্বাধীনতার উপহার হিসেবে ফারাক্কা বাঁধ খুলে দেওয়া হোক’ শীর্ষক দাবিতে পোস্ট (১,২,৩) করছেন। বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারকারীরা পাল্টা প্রতিক্রিয়া হিসেবে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে সেভেন সিস্টার্স এর জন্য ছেড়ে দেওয়া হবে জানিয়ে পোস্ট (১,২,৩) করছেন।
এরই প্রেক্ষিতে, ‘হাতে মারবো না,,,যুদ্ধও করবো না কারো বাংলাদেশেও যাবো না এখানে শুধু খুলে দিবো’ শীর্ষক শিরোনামে ভারত-বাংলাদেশের মধ্যকার বাঁধ দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুক পোস্ট: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্ট
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভারত-বাংলাদেশের মধ্যকার বাঁধ খুলে দিবে দাবিতে প্রচারিত ভিডিওটি ভারত-বাংলাদেশ সীমান্তে অবস্থিত কোনো পানি বাঁধের নয় বরং, এটি চীনের আনহুই প্রদেশে অবস্থিত মেইশান বাঁধের ভিডিও। অর্থাৎ, সামাজিক যোগাযোগ মাধ্যমে চীনের আনহুই প্রদেশে অবস্থিত মেইশান বাঁধের ভিডিওকেই ভারত-বাংলাদেশের পানি বাঁধের ভিডিও দাবি করে প্রচার করা হয়েছে।
উল্লেখ্য, পূর্বেও একই দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।