সম্প্রতি, “জাতিসংঘের জরিপে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মার্কা ধানের শীষ আর সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি” শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্রচারিত হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন পোস্ট ( আর্কাইভ), পোস্ট ( আর্কাইভ),পোস্ট ( আর্কাইভ), পোস্ট ( আর্কাইভ) এবং পোস্ট ( আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, জাতিসংঘের জরিপে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মার্কা ধানের শীষ আর সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি শীর্ষক তথ্যটি সঠিক নয় বরং কোনো প্রকার নির্ভরযোগ্য তথ্য ছাড়াই এই দাবিটি প্রচার করা হচ্ছে।
মূলত, জাতিসংঘ থেকে এ ধরণের কোনো জরিপ পরিচালনা করা হয়না। রিউমর স্ক্যানারের অনুসন্ধানে, জাতিসংঘের ওয়েবসাইটে এই ধরণের কোনো জরিপের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নি। তাছাড়া, জাতিসংঘ ব্যতীত অন্য কোনো দেশীয় ও আন্তর্জাতিক কোনো গ্রহণযোগ্য সংস্থা বাংলাদেশের জনপ্রিয় দল এবং বাংলাদেশের জনপ্রিয় মার্কা নিয়ে জরিপ করেছে এমন কোনো তথ্য ইন্টারনেটে খুঁজে পাওয়া যায় নি। অন্যদিক, দেশীয় বা আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জাতিসংঘের এই জরিপ সংক্রান্ত কোনো সংবাদ প্রকাশিত হয় নি।
উল্লেখ্য, পূর্বেও বিষয়টি ব্যাপকভাবে ফেসবুকে ছড়িয়ে পড়লে এটিকে মিথ্যা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।