সম্প্রতি, “শেখ হাসিনা ভোট চোর” শীর্ষক লেখা সম্বলিত একটি দেয়ালিকার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ছবিতে থাকা দেয়ালে শেখ হাসিনা ভোট চোর শীর্ষক লেখা নেই বরং ‘চৈত্র সংক্রান্তি’ লেখা সম্বলিত একটি দেয়ালিকার ছবিকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
মূলত, পহেলা বৈশাখের আগের দিন চৈত্র সংক্রান্তি উপলক্ষে দেশজুড়ে নানা অনুষ্ঠান-উৎসবের আয়োজন করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় উক্ত উৎসবকে কেন্দ্র করে ২০১৭ সালের পহেলা বৈশাখের আগের দিন ‘চৈত্র সংক্রান্তি’ লেখা সম্বলিত একটি দেয়ালিকার ছবি গণমাধ্যমে প্রকাশ করা হয়। পরবর্তীতে উক্ত ছবিটিকেই ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে ‘শেখ হাসিনা ভোট চোর’ শীর্ষক লোখা যুক্ত করে প্রচার করা হয়েছে।
উল্লেখ্য, পূর্বেও একই দাবিতে ছবিটি ইন্টারনেটে প্রচার করা হলে সেসময় বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।