খুলনায় শিশু হারিয়ে যাওয়ার পুরোনো ঘটনা সাম্প্রতিক দাবিতে প্রচার

সম্প্রতি একটি ছেলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে দাবি করা হচ্ছে, ‘দীর্ঘ ১৫ দিন যাবত, এই শিশুটি খুলনা জেলার-পাইকগাছা উপজেলার মাহমুদকাটি মোড়ে দিন রাত ঘোরাফেরা করছে। রাত হলে যে কোন দোকানের সামনে ঘুমিয়ে পড়ে। সে তার নাম ঠিকানা বলতে পারে না। যদি কেউ ছেলেটির ঠিকানা জানেন, তাহলে যোগাযোগ করতে পারেন।…’ 

উক্ত দাবিতে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, খুলনার পাইকগাছায় অজ্ঞাত শিশুর সন্ধান পাওয়ার ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয়। একই ছবি ব্যবহার করে ২০২০ সালেই উক্ত দাবি প্রচার হতে দেখা যায়।

মূলত, সম্প্রতি এক ছেলে শিশুর ছবি প্রচার করে দাবি করা হচ্ছে, তাকে খুলনা পাইকগাছা এলাকায় পাওয়া গেছে। সে ১৫ দিন ধরে সেখানে ঘোরাঘুরি করছে। তবে রিউমর স্ক্যানার যাচাই করে দেখেছে, সম্প্রতি শিশুটি হারিয়ে যায়নি। আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি একই দাবিতে অন্তত ২০২০ সাল থেকে ফেসবুকে প্রচার হয়ে আসছে। এছাড়া, কয়েক মাস আগে উক্ত শিশুটি নিজেই এক ভিডিও বার্তায় আলোচিত দাবিটিকে ভুয়া বলে জানিয়েছে।

উল্লেখ্য, পূর্বেও একই দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সেসময় বিষয়টি নিয়ে বিস্তারিত ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

আরও পড়ুন

spot_img