সম্প্রতি একটি ছেলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে দাবি করা হচ্ছে, “দীর্ঘ ১৫ দিন যাবত, এই শিশুটি খুলনা জেলার-পাইকগাছা উপজেলার মাহমুদকাটি মোড়ে দিন রাত ঘোরাফেরা করছে। রাত হলে যে কোন দোকানের সামনে ঘুমিয়ে পড়ে। সে তার নাম ঠিকানা বলতে পারে না।…”
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, খুলনার পাইকগাছায় অজ্ঞাত শিশুর সন্ধান পাওয়ার ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয়। একই ছবি ব্যবহার করে ২০২০ সালেই উক্ত দাবি প্রচার হতে দেখা যায়।
অনুসন্ধানের প্রাথমিক পর্যায়ে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে “ডুমুরিয়াবাসী” নামক একটি ফেসবুক গ্রুপে ২০২০ সালের ২০ অক্টোবর তারিখে ’Sabuj Mahamud’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা একটি পোস্টে একই ছবিটি খুঁজে পাওয়া যায়৷ উক্ত পোস্টটির ক্যাপশনেও সাম্প্রতিক সময়ের মতো হুবহু একই দাবি পাওয়া যায়।
অর্থাৎ, আলোচিত শিশুর নিখোঁজ হওয়ার ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয়।
অধিকতর অনুসন্ধানে, মোঃ সাহেব আলী নামে এক ব্যক্তি ১৫ জুন সকালে এক ভিডিও পোস্ট করে জানান, এটিই সেই ঘটনাস্থল যেখানে শিশুটি হারিয়ে গিয়েছিল ২০২০ সালে। পরে তাকে ফিরে পাওয়া যায়। তিনি জানান, তিনি সেদিন সকালে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সাথে কথা এ বিষয়ে কথা বলেন। পাশাপাশি কপিলমুনি বাজার থেকে ঐ শিশুর সাক্ষাৎকারও নেন।
এরপরই তিনি শিশুটির বিষয়ে একটি লাইভ ভিডিও পোস্ট করে বিষয়টি গুজব বলে জানান।
সাহেব আলীসহ পরবর্তীতে একাধিক অ্যাকাউন্টে শিশুটির সাক্ষাৎকারের ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওতে শিশুটিকে বলতে শোনা যায়, আমি হারাই যাইনি। এটা ভুয়া।
তাছাড়া, এসকে রায়হান নামের খুলনায় বসবাসকারী আরেক ফেসবুক অ্যাকাউন্টের পোস্ট অনুসারে, ছেলেটি হারিয়ে যাওয়ার আলোচিত দাবিটি ৩ বছর আগের এবং সেসময়ই ছেলেটিকে তার অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়েছিল।
মূলত, সম্প্রতি এক ছেলে শিশুর ছবি প্রচার করে দাবি করা হচ্ছে, তাকে খুলনা পাইকগাছা এলাকায় পাওয়া গেছে। সে ১৫ দিন ধরে সেখানে ঘোরাঘুরি করছে। তবে রিউমর স্ক্যানার যাচাই করে দেখেছে, সম্প্রতি শিশুটি হারিয়ে যায়নি। আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি একই দাবিতে অন্তত ২০২০ সাল থেকে ফেসবুকে প্রচার হয়ে আসছে। এছাড়া সাম্প্রতিক সময়ে উক্ত শিশুটি নিজেই এক ভিডিও বার্তায় আলোচিত দাবিটিকে ভুয়া বলে জানিয়েছে।
সুতরাং, সম্প্রতি খুলনায় এক অজ্ঞাত শিশুকে উদ্ধার করা হয়েছে দাবিতে পুরোনো ঘটনার ছবি প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Sabuj Mahamud – Facebook Post
- Ripon Ahmed Raj – Facebook Post
- Rumor Scanner’s own analysis