সম্প্রতি ‘বিবাহিত পর পুরুষের সাথে ঘুমানোর পরে মহিলাটি গরুতে পরিণত হয়েছে বলে অভিযোগ’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
ফেসবুক প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত এমন একটি ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বিবাহিত পর পুরুষের সাথে ঘুমানোর পরে এক মহিলার শারীরিক গঠন গরুর মতো হয়ে যাওয়ার অভিযোগটি সত্য নয় বরং অভিনয়ের মাধ্যমে মঞ্চস্থ করার উদ্দেশ্যে উক্ত নারী গরু সদৃশ কৃত্রিম পা ও লেজ লাগিয়েছে।
কি-ওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার করে, নাইজেরিয়ান সংবাদ পোর্টাল Mandynews এ ২০২২ সালের ১১ জুন “ভুয়া ভিডিও দাবি করেছে তানজানিয়ার নারী গরুতে পরিণত হয়েছে (অনুবাদিত)” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, অধিকতর তদন্তে জানা যায়, গরুর পা ও লেজ সহ মহিলার ফুটেজটি মঞ্চস্থ করা হয়েছিল।
এছাড়াও, তানজানিয়া গসিপ নামের একটি বিনোদন ভিত্তিক ইউটিউব চ্যানেল আলোচিত ভিডিওটি ইন্টারনেটে প্রথম প্রকাশ করার প্রায় একমাস পূর্বে ইউটিউবে JOSEPH SAKALA LV নামের একটি চ্যানেলে ২০২২ সালের ১০ মে জিম্বাবুয়েতে “অন্য একজনের স্ত্রীর সাথে শোয়ার পর লোকটি গরুতে পরিণত হয়েছে” শীর্ষক শিরোনামে একটি ভিডিও প্রকাশ করা হয়।
একই স্ক্রিপ্ট অনুযায়ী কাউন্টার (বিপরীত) ভিডিও বানিয়েছে তানজানিয়া গসিপ এবং ওফোরো টিউব। ভিডিওতে অন্য একজনের স্বামীর সাথে শোয়ার পর মহিলাটি গরুতে পরিণত হয়েছে হিসেবে উপস্থাপন করা হয়েছে।
মূলত, ২০২২ সালের মে মাসে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে পরকীয়া করার কারণে জিম্বাবুয়েতে এক পুরুষ গরুর মতো হয়ে গেছে দাবিতে অভিনয় করা হয়। উক্ত ভিডিওর কনসেপ্ট থেকেই তানজানিয়ার একটি বিনোদনমূলক ভিডিও নির্মাণকারী দল এটার স্ত্রী ভার্সন মঞ্চস্থ করে আরেকটি ভিডিও প্রকাশ করে। তাদের করা এই ভিডিওটি বর্তমানে বাস্তব ঘটনা দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে।
এ বিষয়েও পূর্বেও ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।