বর্তমানে তুর্কমেনিস্তানের নাগরিকদের বিনামূল্যে গ্যাস,বিদ্যুৎ ও পানি প্রদানের দাবিটি মিথ্যা

সম্প্রতি, “তুর্কমেনিস্তানে বিনামূল্যে গ্যাস, বিদুৎ এবং পানি প্রদান করা হয় শীর্ষক দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

তুর্কমেনিস্তান

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

টিকটকে প্রচারিত এমন একটি ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বর্তমানে তুর্কমেনিস্তানের নাগরিকদের জন্য বিনামূল্যে গ্যাস, বিদ্যুৎ এবং পানির সেবা চালু নেই। প্রকৃতপক্ষে ১৯৯৩ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত তুর্কমেনিস্তানের নাগরিকদের জন্য এই সেবা চালু ছিল।

মূলত, ১৯৯৩ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত তুর্কমেনিস্তানের নাগরিকরা বিনামূল্যে গ্যাস, পানি এবং বিদ্যুৎ সুবিধা পেত কিন্তু বর্তমানে দেশটিতে আর এই সেবাটি বিরাজ করছেনা। ২০১৯ সালে অর্থনৈতিক মন্দা কাটানোর জন্য তুর্কমেনিস্তানের সরকার এই সেবাটি বন্ধ করে দেয়। কিন্তু তুর্কমেনিস্তানের নাগরিকরা এখনও বিনামূল্যে গ্যাস, পানি এবং বিদ্যুৎ সুবিধা পাচ্ছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। 

উল্লেখ্য, পূর্বেও একই দাবি ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে সেটি নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

আরও পড়ুন

spot_img