সুরমা পাহাড় দাবিতে উহুদ পাহাড়ের ছবি প্রচার

সম্প্রতি “সুবহানাল্লাহ, এটি হল সুরমা পাহার, আমরা  যা চোখে দেই” শীর্ষক শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে  ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি সুরমা নামের পাহাড়ের নয় বরং এটি উহুদ পাহাড়ের ছবি।

মূলত, আলোচিত ছবির পাহাড়টির নাম উহুদ পর্বত। এটি সৌদি আরবের মদিনা শহরের উত্তরে অবস্থিত এবং এর উচ্চতা ১,০৭৭ মিটার (৩,৫৩৩ ফিট)। মক্কার কুরাইশ ও মদিনার মুসলিমদের মধ্যকার উহুদের যুদ্ধ এই পর্বত সংলগ্ন স্থানেই সংঘটিত হয়েছিলো। সৌদি আরবে অবস্থিত উহুদ পাহাড়ের এই ছবিই বর্তমানে সুরমা পাহাড় দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।

এছাড়া সুরমার উৎপত্তি নিয়ে প্রচলিত একটি ধারণা রয়েছে যে, ”নবী মুসা (আ.) যখন তুর পাহাড়ে আল্লাহকে স্বচক্ষে দেখতে চেয়েছিলেন, তখন আল্লাহর তাজাল্লিতে পাহাড় ভস্ম হয়ে গিয়েছিলো। সেই ভস্মীভূত পাহাড় থেকেই সুরমার উৎপত্তি হয় এবং একারণেই তুর পাহাড়কে সুরমা পাহাড় বলে ধারণাটি প্রচলিত রয়েছে।”

তবে তুর পাহাড় এবং সুরমা নিয়ে প্রচলিত এই ধারণাটির নির্ভরযোগ্য কোনো সূত্র খুঁজে পাওয়া যায়নি। অপরদিকে সুরমা হচ্ছে এক ধরণের খনিজ পদার্থ। এই খনিজ পদার্থটির মূল উপাদান হলো লেড সালফাইড। সুরমা তৈরিতে রাসায়নিক এই লেড সালফাইড ব্যবহার করা হয়।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতে ফেব্রুয়ারি মাসে একই তথ্য  সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে বিষয়টিকে সে সময়ে মিথ্যা হিসেবে  শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছিল রিউমর স্ক্যানার।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img