সম্প্রতি ‘স্ত্রীর পরকিয়া করার উপযুক্ত প্রমান থাকলে স্ত্রীকে ডিভোর্স দিতে কাবিনের টাকা পরিশোধ করতে হবে না’ শীর্ষক শিরোনামে একটি তথ্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মন্তব্য দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমনকিছু পোস্ট দেখুন- এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এবং এখানে(আর্কাইভ)।
টিকটকে প্রচারিত এমনকিছু ভিডিও দেখুন- এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এবং এখানে(আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘স্ত্রীর পরকিয়া করার উপযুক্ত প্রমাণ থাকলে স্ত্রীকে ডিভোর্স দিতে কাবিনের টাকা পরিশোধ করতে হবে না’ সংক্রান্ত কোনো মক্তব্য ডা. দীপু মনি করেননি বরং নির্ভরযোগ্য কোনো তথ্যসূত্র ছাড়াই এই মন্তব্যটি ২০১৯ সাল থেকেই শিক্ষামন্ত্রী দীপু মনির মন্তব্য দাবিতে প্রচার হয়ে আসছে।
মূলত, স্ত্রীর একাধিক পরকীয়ার জেরে ২০১৯ সালে ডা. আকাশের আত্মহত্যার পর সে সময়ে উচ্চ দেনমোহরের কারণে পুরুষরা চাইলেও ডিভোর্স না দিতে পারার বিষয়টি আলোচনায় আসে। যার প্রেক্ষিতে পরকীয়া প্রমাণিত হলে কাবিনের টাকা পরিশোধ করতে হবে না শীর্ষক মন্তব্যটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং একসময় এটি তথ্যসূত্র ছাড়াই শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মন্তব্য দাবিতে প্রচার হতে থাকে।
এছাড়া, পরকীয়া ও কাবিন বিষয়ে ডা. দীপু মনির কোনো বক্তব্য ইন্টারনেটে নির্ভরযোগ্য সূত্রে খুঁজে পাওয়া যায়নি এবং মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন)পরকীয়া প্রমাণিত হলে কাবিন পরিশোধ করতে হবে না শীর্ষক কোনো আইন খুঁজে পাওয়া যায়নি।
উল্লেখ্য, পূর্বেও বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হলে সেসময় বিষয়টিকে মিথ্যা হিসেবে সনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার টিম।