রাষ্ট্রপতির প্রটোকলের জন্য রাস্তা বন্ধ থাকায় শিশু মৃত্যু হয়েছে শীর্ষক দাবিতে দেওয়া নুরুল হক নুরের বক্তব্যটি মিথ্যা

বিরোধী দলের নেতা-কর্মীদের হয়রানি, হামলা-মামলা, বিদ্যুৎ-জ্বালানি খাতের লুটপাট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গত ১৪ জুন বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে গণ অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য প্রদানকালে সংগঠনটির সদস্য সচিব নুরুল হক নুর দাবি করেন, “আমাদের নব মনোনীত রাষ্ট্রপতি যখন গোপালগঞ্জ গিয়েছিলেন, তখন তার প্রটোকলের জন্য অটো আটকে একটা বাচ্চাকে মেরে ফেলেছে প্রশাসন। সেটি নিয়ে ভিডিও করায়, প্রতিবাদ করায় ইন্টারমেডিয়েট এর শিক্ষার্থী ইসমাইলকে তিনটা মামলা দিয়েছে।”

যা দাবি করা হচ্ছে

গোপালগঞ্জে নবনির্বাচিত রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন এর নিরাপত্তা প্রটোকলের জন্য রাস্তা বন্ধ থাকায় চিকিৎসার অভাবে এক শিশুর মৃত্যু হয়েছে।

গণ অধিকার পরিষদ এর সদস্য সচিব নুরুল হক নুরের উক্ত বক্তব্যটি সংগঠনটির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান এর ফেসবুক আইডি থেকে প্রচারিত হয়। 

ফেসবুকে প্রচারিত ঐ পোস্টটি দেখুন এখানে (আর্কাইভ)। 

উক্ত ভিডিওর ৭ মিনিট ৩২ সেকেন্ড থেকে ৭ মিনিট ৫৭ সেকেন্ড পর্যন্ত নুরুল হক নুরকে এসব বলতে শোনা যায়।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়া মো. সাহাবুদ্দিনের গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাত্রায় গাড়ি চলাচল সীমিত করার কারণে হাসপাতালে নিতে না পারায় চিকিৎসার অভাবে নবজাতকের মৃত্যুর দাবিটি সঠিক নয় বরং শিশুটি এর আগেই হাসপাতালে মারা যায় এবং মৃত শিশুটিকে নিয়ে বাড়িতে যাওয়ার সময়ের ভিডিও ধারণ করে উক্ত দাবিতে প্রচার করা হচ্ছে।

মূলত, দেশের ২২তম রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর গত ২৬ এপ্রিল বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়েছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ঐ সময় সে রাস্তা দিয়ে যাওয়ার পথে একটি মৃত শিশুর ভিডিও ধারণ করে ফেসবুকে প্রচার করে দাবি করা হয় যে, ‘রাষ্ট্রপতির টুঙ্গিপাড়াযাত্রায় গাড়ি চলাচল সীমিত করার কারণে নবজাতকের মৃত্যু’ হয়েছে। তবে রিউমর স্ক্যানারের সার্বিক অনুসন্ধানে প্রতীয়মান হয় যে, শিশুটি পূর্বেই হাসপাতালে মারা যায় এবং মৃত শিশুটিকে বাড়িতে নিয়ে যাওয়ার সময়ের ভিডিও ধারণ করে উক্ত দাবিতে প্রচার করা হচ্ছে।

উল্লেখ্য, পূর্বেও এই দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা হলে সেসময় বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

আরও পড়ুন

spot_img