সাঈদী কি বিনা অনুমতিতে কাবা শরীফে প্রবেশ করতে পারতেন?

সম্প্রতি, “সারা বিশ্বের ৫ জন লোক কাবা শরীফে বিনা অনুমতিতে প্রবেশ করতে পারবে, তার মধ্যে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী সাহেব একজন।” শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

একই দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

একই দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দেলাওয়ার হোসাইন সাঈদী সহ সারা বিশ্বের ৫ জন লোক কাবা শরীফে বিনা অনুমতিতে প্রবেশ করতে পারবে শীর্ষক দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয় বরং কোনো ধরনের তথ্যসূত্র ছাড়াই দাবিটি দীর্ঘদিন ধরে প্রচার হয়ে আসছে।

মূলত, সৌদি আরবের মক্কায় অবস্থিত কাবাঘরের অভ্যন্তরে একসময় সকল মুসলমানের প্রবেশের সুযোগ থাকলেও পরবর্তীতে কাবাঘরে ঢুকতে চাওয়া মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় এই সুযোগটি সীমিত করা হয়। এর পরিবর্তে মুসলিম গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাষ্ট্রপ্রধানদের সৌদি সরকার কাবাঘরের ভিতরে প্রবেশের সুযোগ দিয়ে থাকলেও বাংলাদেশে দীর্ঘদিন ধরে প্রচার করা হচ্ছে, বাংলাদেশের দেলাওয়ার হোসাইন সাঈদী সহ সারা বিশ্বের ৫ জন লোক কাবা শরীফে বিনা অনুমতিতে প্রবেশ করতে পারবে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে এই দাবির পক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি এই সুযোগপ্রাপ্তির তালিকায় দেলাওয়ার হোসাইন সাঈদী ছাড়া বাকী চারজন কারা এমন কোনো তথ্যও ফেসবুকের পোস্টগুলো থেকে পাওয়া যায়নি। বরং অনুসন্ধানে, বিভিন্ন দেশের মুসলিম রাষ্ট্রপ্রধানদের সৌদি সরকারের আমন্ত্রণে কাবাঘরের অভ্যন্তরে প্রবেশের তথ্য খুঁজে পাওয়া যায়।

পূর্বেও একই দাবিটি ইন্টারনেটে প্রচার করা হলে বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

আরও পড়ুন

spot_img