যা দাবি করা হচ্ছে
সম্প্রতি, “নবী করিম (সাঃ) এর যুদ্ধের পোশাক” শীর্ষক তথ্য সম্বলিত একটি যুদ্ধের পোশাকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্ট
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ছবিটি হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যবহৃত যুদ্ধের পোশাক নয় বরং এটি অটোমান সাম্রাজ্যের সময়ের কোনো এক যোদ্ধার যুদ্ধের পোশাক।
মূলত, অটোমান সাম্রাজ্যের কোন যোদ্ধার ব্যবহৃত পোশাক ছিলো এটি। ফটো শেয়ারিং ওয়েবসাইট পিন্টারেস্টে একই ছবি খুঁজে পাওয়া যায় এবং পিন্টারেস্ট-এ ছবিটির শিরোনাম এবং বিবরণী থেকে জানা যায় এটি অটোমান সাম্রাজ্যের কোনো যোদ্ধার ব্যবহৃত পোশাক এবং পোশাকের বুকের অংশে থাকা আরবী ক্যালিগ্রাফিটি অটোমান সম্রাজ্যের সময়কালের।
বিষয়টি পূর্বেও মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।