ইরানের মরুভূমিতে অবস্থিত একটি গ্রামের ছবিকে মহানবী (সা:) বাড়ির ছবি দাবিতে প্রচার 

সম্প্রতি ‘নবিজীর বাড়ি মুবারক’ শীর্ষক শিরোনামে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর বাড়ির ছবি দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। 

মহানবী (সা:) বাড়ির

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

একই দাবিতে টিকটকে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ছবিটি মহানবী (সা:) বাড়ির নয়। প্রকৃতপক্ষে ইরানের মরুভূমিতে অবস্থিত একটি গ্রামের ছবিকে আলোচিত দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে। 

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতির মাধ্যমে, অনলাইন মিডিয়া শেয়ারিং প্লাটফর্ম ‘WIKIMEDIA COMMONS’ এর ওয়েবসাইটে “Iran – a village in the desert, broken houses after an earthquake in 1968” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনটিতে জায়গাটিকে ইরানের মরুভূমি বলে উল্লেখ করা হয়েছে। 

মূলত, ৯৯৯ সালের এপ্রিলে ‘Jeanne Menjoulet’ নামের একজন ফটোগ্রাফার কর্তৃক ধারণকৃত ছবিটি ইরানের মরুভূমিতে অবস্থিত একটি গ্রামের যা কিনা ১৯৬৮ সালে ভুমিকম্পের ধ্বংসাবশেষ হিসেবে চিহ্নিত করে রাখা হয়েছে। সাম্প্রতিক সময়ে ইরানের মরুভূমির গ্রামের এই ছবিকেই মহানবী (সাঃ) এর বাড়ির ছবি দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে। 

উল্লেখ্য, পূর্বেও একই ছবিটি মহানবী (সাঃ) এর বাড়ির ছবি দাবি করা হলে সেসময়ে বিষয়টিকে মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। 

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img