সম্প্রতি, “রাস্তার কুকুর রাস্তার পুলিশ হতে সাবধান, দুটোই কিন্তু পশু, সুযোগ পেলেই কামড়াবে।” শীর্ষক লেখা সম্বলিত প্ল্যাকার্ডের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, পুলিশকে কুকুরের সাথে তুলনা করে লেখা আলোচিত প্ল্যাকার্ডের ছবিটি বাস্তব নয় বরং “বাহ্ পুলিশ চমৎকার, ধর্ষকদের পাহারাদার।” লেখা একটি প্ল্যাকার্ডে উক্ত লেখা বসিয়ে বিকৃতভাবে ফেসবুকে প্রচার হয়ে আসছে।
মূলত, ২০২০ সালে নোয়াখালীতে এক গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের প্রতিবাদে সে বছরের ৫ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত প্রতিবাদ কর্মসূচীতে অংশ নেওয়া ছাত্র ইউনিয়ন নেত্রী ’নাজিফা জান্নাতের’ হাতে থাকা “বাহ্ পুলিশ চমৎকার, ধর্ষকদের পাহারাদার।” লেখা প্ল্যাকার্ডের একটি ছবি ফেসবুকে প্রচারিত হয়। তারপর থেকে বিভিন্ন সময় এই ছবিতে থাকা প্ল্যাকার্ডের লেখা বিকৃত করে ফেসবুকে ভিন্ন ভিন্ন দাবিতে প্রচার হয়ে আসছে।
উল্লেখ্য, পূর্বেও ছবিটি ব্যাপকভাবে ইন্টারনেটে ছড়িয়ে পড়লে তা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।