সম্প্রতি কর্ণফুলী টানেলের (বঙ্গবন্ধু টানেল) নেতিবাচক প্রভাব সম্পর্কে প্রকাশিত প্রতিবেদনে কর্ণফুলী টানেলের ছবি মর্মে গণমাধ্যমে একটি ছবি প্রকাশিত হয়৷
কর্ণফুলী টানেলের ছবি মর্মে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রতিবেদন : এসএ টিভি।
উক্ত ছবিকে কর্ণফুলী টানেলের ছবি মর্মে ব্যবহার করে ফেসবুকেও ফটোকার্ড প্রকাশ করা হয়। ফেসবুকে প্রচারিত ফটোকার্ডটি দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ছবিটি কর্ণফুলী টানেলের নয় বরং বসনিয়ার ২০১৪ সালে চালু হওয়া একটি টানেলের ছবিকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
উল্লেখ্য, পূর্বেও উক্ত ছবিটি কর্ণফুলী টানেলের ছবি দাবিতে গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা হলে রিউমর স্ক্যানার টিম ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে।