বাংলাদেশে নারী নির্যাতনের দৃশ্য দাবিতে ভারতের ভিন্ন ঘটনার ভিডিও প্রচার 

সম্প্রতি, “এদেশে এখন মা-বোনদের নিরাপত্তা নাই। ২৪ শে পূর্ব পাকিস্তান নৃশংসতা! মেয়েটার দোষ কি জানলে আওয়াজ দিয়েন! এই পাকিস্তানের ব্রিজ” শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। 

ফেসবুকে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

একই দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত নারী নির্যাতনের ভিডিওটি বাংলাদেশের নয় বরং, এটি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণা জেলার পুরোনো একটি ঘটনার ভিডিও। 

প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে ভারতীয় গণমাধ্যম জি নিউজের অনলাইন সংস্করণে ‘2 Arrested After Gruesome Video Of TMC MLA’s ‘Aide’ Beating Woman In Bengal Goes Viral’ শীর্ষক শিরোনামে ২০২৪ সালের ০৯ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়৷ উক্ত প্রতিবেদনে ব্যবহৃত ছবিগুলোর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে৷ 

Comparison: Rumor Scanner

প্রতিবেদনটি থেকে জানা যায়, পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় একদল লোক একটি মেয়েকে লাঞ্ছিত করছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ব্যারাকপুর পুলিশ তৎক্ষনাৎ পদক্ষেপ নিয়ে ভিডিও ফুটেজটি থেকে চিহ্নিত দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করে। প্রচারিত ভিডিওটি প্রায় দুই বছর আগের বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে একই ভিডিওটি বাংলাদেশের দাবিতে প্রচার করা হলে সে সময়ে বিষয়টিকে মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। 

আরও পড়ুন

spot_img