সম্প্রতি, “মিঠামাঈন” ক্যাপশনে একটি রাস্তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচারিত হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু ভিডিও পোস্ট দেখুন- এখানে, এখানে,এবং এখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন- এখানে, এখানে, এবং এখানে।

একই দাবিতে ইউটিউবে ছড়িয়ে পড়া ভিডিও দেখুন- এখানে ।
আর্কাইভ ভার্সন দেখুন- এখানে ।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওর রাস্তাটি বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কোনো রাস্তা নয় বরং এটি পূর্ব চীনের জিয়াংসি প্রদেশের চীনের বৃহত্তম মিঠা পানির হ্রদ পয়ং হ্রদের রাস্তা।
ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স সার্চের মাধ্যমে, MengMeng Travel নামের একটি ভ্রমণ বিষয়ক ইউটিউব মাধ্যমে ২০২১ সালের ৩ আগস্ট “Beautiful Yongwu Highway“ শিরোনামে প্রকাশিত একই ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটির বিস্তারিত বিবরণীতে লেখা রয়েছে,
The Yongwu Highway starts at Yongxiu County, Jiangxi Province, ends at Wucheng Town, the “kingdom of rare birds”, and passes through the famous Poyang Lake Migratory Bird Reserve.
পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে, চীনা গণমাধ্যম New China TV এর ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ১৩ অক্টোবর “Amazing China: The road under the river” শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে প্রকাশিত ভিডিওটির রাস্তার সাথে মিঠামইনের রাস্তা দাবিতে প্রচারিত ভিডিওটির রাস্তার আকার, দৃশ্যায়নগত হুবহু মিল পাওয়া যায়।

মূলত, পয়ং রোড উচেং স্থানীয়দের বাইরের বিশ্বের সাথে সংযুক্ত রাখা এ রাস্তাটির ইতিহাস ২২০০ বছরের পুরোনো। উচেং চীনের প্রাচীনতম জনপদগুলোর মধ্যে একটি। চীনের জিয়াংসি প্রদেশের জিউজিয়াং শহরের দক্ষিণ-পূর্ব অংশে অবস্থিত এ রাস্তাটি উচেং জনপদকে সংযুক্ত রেখেছে। চীনের বৃহত্তম এই মিঠা পানির পয়ং হ্রদের ভিডিওকে বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার মিঠামইনের রাস্তার ভিডিও দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য, প্রায় একই দাবিতে বিষয়টি পূর্বেও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হলে সে সময় বিষয়টিকে মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার টিম।