ভিডিওটি মানুষ থেকে কুকুরে পরিণত হওয়ার নয়, এটি পৌরাণিক প্রাণীর চরিত্রে অভিনয়ের দৃশ্য

যা দাবি করা হচ্ছে

সম্প্রতি, “পাকিস্তানের এর ভিডিও মাথা মানুষ বাকি সব বডি কুকুর” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক মাধ্যম টিকটকে প্রচার হয়েছে।

টিকটকে প্রচারিত এমন একটি পোস্ট দেখুন এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে

ফ্যাক্ট

রিরিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি পাকিস্তানের কোনো মানুষের মাথা ছাড়া পুরো শরীর কুকুরে পরিণত হওয়ার ঘটনার নয় বরং এটি পাকিস্তানের করাচি চিড়িয়াখানায় মুরাদ আলী নামের এক ব্যক্তির মহিলা ছদ্মবেশে অর্ধ নারী ও অর্ধ শেয়াল পৌরাণিক প্রাণীর চরিত্রে অভিনয়ের একটি দৃশ্য।

মূলত, আলোচিত ভিডিওতে থাকা ব্যক্তিটির নাম মুরাদ আলী, যিনি পাকিস্তানের করাচি চিড়িয়াখানায় ঘুরতে আসা দর্শনার্থীদের আকর্ষণের জন্য মমতাজ বেগম নামের মহিলা ছদ্মবেশে পৌরাণিক প্রাণীর (অর্ধ-নারী ও অর্ধ-শিয়াল) চরিত্রে অভিনয় করেন। চিড়িয়াখানার কর্মকর্তারা এটিকে চিড়িয়াখানায় দর্শক আনার কৌশল হিসাবে গণ্য করেন। চিড়িয়াখানায় মুরাদ আলীর অভিনয়ের ধারণকৃত একটি ভিডিওকেই সাম্প্রতিক সময়ে মাথা ছাড়া পুরো শরীর কুকুরে পরিণত হয়েছে দাবিতে সামাজিক মাধ্যম টিকটকে প্রচার করা হচ্ছে।

বিষয়টি পূর্বেও মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

আরও পড়ুন

spot_img