সম্প্রতি, ফেসবুকে একটি রাস্তার ছবিকে নাটোরের সিংড়ার ছবি বলে দাবি করা হচ্ছে।
ফেসবুকে প্রচারিত এমনকিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ছবিটি নাটোরের নয় বরং হবিগঞ্জের বানিয়াচং থেকে ২০২০ সালে ছবিটি তুলেছিলেন ফটোগ্রাফার শঙ্কু দেব।
মূলত, সম্প্রতি ফেসবুকে একটি রাস্তার ছবিকে নাটোরের সিংড়ার ছবি বলে দাবি করা হচ্ছে। কিন্তু রিউমর স্ক্যানারের দীর্ঘ অনুসন্ধানে জানা যায়, আলোচিত ছবিটি নাটোরের নয়। ২০২০ সালে শঙ্কু দেব নামে একজন ফটোগ্রাফার হবিগঞ্জের বানিয়াচংয়ের আদর্শবাজার-লক্ষীবাওর জলাবন রোডে অবস্থিত করতকলা নামক স্থান থেকে ছবিটি তুলেছিলেন। পরবর্তীতে এই ছবিটি ভিন্ন স্থান এবং ভিন্ন জনের তোলা বলে প্রচার হয়ে আসছে।
উল্লেখ্য, পূর্বেও ছবিটি ব্যাপকভাবে ইন্টারনেটে ছড়িয়ে পড়লে সেসময় ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।