সম্প্রতি, ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার আবায়পুর ইউনিয়নের জহুরুল ইসলামের ছেলে মোঃ সবুজ নামের এক ক্যান্সারে আক্রান্ত শিশুর উন্নত চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আবেদন সম্বলিত একটি তথ্য ও কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এরূপ পোস্ট দেখুন এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, মোঃ সবুজ নামে প্রচারিত ছবিগুলো বাংলাদেশের কোনো শিশুর নয় বরং ছবিগুলো ব্লাড ক্যান্সারে আক্রান্ত নাঈম নামক ভারতীয় এক শিশুর ছবি।
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে, ভারতের গণ-অর্থায়ন প্ল্যাটফর্ম ‘Ketto’ এর টুইটার অ্যাকাউন্টে আলোচ্য ছবিগুলো খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম।
মূলত, ছবির শিশুটির নাম নাঈম। তার বাবার নাম সুলাইমান এবং তারা ভারতের নাগরিক। নাঈম মায়লোমোনোসাইটিক লিউকেমিয়া নামক এক জটিল রোগে আক্রান্ত যা এক ধরনের ব্লাড ক্যান্সার। সম্প্রতি আর্থিক সহায়তার নামে প্রতারণার উদ্দেশ্যে নাঈমের রোগাক্রান্ত অবস্থার কিছু ছবি ব্যবহার করে বাংলাদেশের কথিত রোগাক্রান্ত শিশু মোঃ সবুজ দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
প্রসঙ্গত, পূর্বেও একই দাবিটি ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে সেসময় তা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।