সম্প্রতি “১৪০০ বছর ধরে এই পাথরটি হাওয়ার উপর ভেসে আছে” শীর্ষক শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন একটি পোস্ট দেখুন এখানে এবং পোস্টটির আর্কাইভ ভার্সন দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ১৪০০ বছর ধরে পাথরটি হাওয়ার উপর ভেসে থাকার দাবিটি সত্য নয় বরং ছবিতে থাকা পাথরটি তিনটি ছোট পাথরের উপর ভর করে দাঁড়িয়ে আছে।
মূলত, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সৌদি আরবের এই ফ্লোটিং পাথরের ছবিকে বিকৃত করে এর নিচে থাকা ক্ষুদ্র তিনটি পাথর সরিয়ে বা মুছে দেওয়া হয়েছে ফলে পাথরটি শূন্যে ভাসমান মনে হচ্ছে। আর পাথরটির বিকৃত করা একটি ছবিই শূন্যে ভাসমান পাথর দাবিতে ইন্টারনেটে প্রচার হয়ে আসছে।
বিষয়টি পূর্বেও মিথ্যা হিসেবে শনাক্ত করে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সৌদি আরবে শূন্যে ভাসমান পাথর দাবিতে গনমাধ্যমে ভুয়া সংবাদ প্রচার