সৌদি আরবে শূন্যে ভাসমান পাথর দাবিতে গনমাধ্যমে ভুয়া সংবাদ প্রচার

সম্প্রতি, “সৌদি আরবে শূন্যে ভাসছে পাথর!” শীর্ষক শিরোনামে একটি ছবি সংযুক্ত করে একটি সংবাদ দেশের মূলধারার গণমাধ্যম সময় টিভি এর অনলাইন সংস্করণে প্রকাশের পর তাদের ফেসবুক পেজে প্রচার করা হয়েছে।

Screenshot from Somoy Tv website

সময় টিভি এর ফেসবুক পেজে প্রচারিত পোস্ট দেখুন এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে এবং এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, উক্ত প্রতিবেদনে উল্লিখিত তথ্যগুলো সঠিক নয় এবং পাথরটির শূন্যে ভেসে থাকার দাবিটিও মিথ্যা বরং ছবিতে থাকা পাথরটি তিনটি ছোট পাথরের উপর ভর করে দাঁড়িয়ে আছে।

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতির মাধ্যমে, Meduim নামের একটি ওয়েবসাইটে ২০০৫ সালের ১৯ আগস্টে “A huge rock in a village of Al-Hassa region raises…” শীর্ষক শিরোনামে প্রকাশিত পাথরটির একই দাবি সূচক একই ছবি খুঁজে পাওয়া যায়।

Screenshot from Medium

পরবর্তীতে প্রাপ্ত তথ্য নিয়ে কিওয়ার্ড সার্চ করার মাধ্যমে, ‘Mo13Tube’ নামের একটি ইউটিউব চ্যানেলে ২০১৬ সালের ৭ নভেম্বরে AlAhsa : The floating rock শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটিতে স্পষ্ট দেখা যায় পাথরটি শূন্যের উপর ভাসমান নয় বরং এটির নিচে তিনটি ক্ষুদ্র পাথর রয়েছে, যাদের ওপর ভর করে পাথরটি দাঁড়িয়ে আছে।

ভিন্ন একটি ইউটিউব চ্যানেলে ২০১৩ সালের ১৬ মে “Al-Hassa – Flying stone – Floating Stone in Saudi Arabia – Which Stands on 3 Small Stones” শিরোনামে প্রকাশিত আরো একটি ভিডিও পাওয়া যায়। সেখানে পাথরটি কিভাবে ভেসে আছে তা দেখানো হয়।

এছাড়াও ভাসমান পাথরটির অবস্থান নিশ্চিতে গুগল ম্যাপসের সহায়তায় দেখা যায়, সৌদি আরবের Al Twaitheer এ পাথরটি অবস্থিত এবং ম্যাপে পাথরটি “Floating Rock” হিসেবে চিহ্নিত করা রয়েছে। সেখানে যুক্ত ছবিগুলোতে ভাসমান পাথরটির নিচে তিনটি ক্ষুদ্র পাথর লক্ষ্য করা যায়। তিনটি ক্ষুদ্র পাথরের ওপর দাঁড়িয়ে থাকা এই পাথরকে ফ্লোটিং রক বা ভাসমান পাথর বলা হয়।

সৌদি
Screenshot from Google Maps

 

অর্থাৎ, ভাসমান পাথরটি শূণ্যে নয়, তিনটি ক্ষুদ্র পাথরের ওপর ভর করেই বড় পাথরটি দাঁড়িয়ে আছে।

মূলত, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সৌদি আরবের এই ফ্লোটিং পাথরের ছবিকে বিকৃত করে এর নিচে থাকা ক্ষুদ্র তিনটি পাথর সরিয়ে বা মুছে দেওয়া হয়েছে ফলে পাথরটি শূন্যে ভাসমান মনে হচ্ছে। আর পাথরটির বিকৃত করা একটি ছবিই শূন্যে ভাসমান পাথর দাবিতে ইন্টারনেটে প্রচার হয়ে আসছে।

এছাড়াও সময় টিভির আলোচিত সেই প্রতিবেদনের বিস্তারিত অংশে উল্লেখ করা হয়, 

“সৌদি আরবের আল হাসসা শহরের লাইলি-মজনুর পাহাড় বলে খ্যাত একটি স্থানে যাওয়ার সময় রাস্তার পাশে দেখা যায় শূন্যে ভাসমান এক পাথর। 

শিলা বা পাথরটি মাটি থেকে প্রায় ১০ সেমি ভাসমান অবস্থায় আছে। অলৌকিক পাথরটির শূন্যে ভাসার পেছনে নানান তথ্য জানা যায়।

কেউ কেউ বলেন, শিলাটি একজন জিহাদিকে বাঁচানোর চেষ্টা করেছিল, যাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। শিলাটি তাকে বাঁচাতে উড়ে গিয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে জিহাদিকে হত্যা করা হয়। সেই  জিহাদির রক্ত এখনো পাথরে দেখা যায়।

সেখানকার লোকজন পাথরের গায়ে লাল দাগ দেখতে পান। আবার কারও ভাষ্যমতে, এপ্রিল মাসের নির্দিষ্ট দিনে পাথরটি আধা ঘণ্টা মাটির ওপর ভাসমান থাকে।

তবে রক্ত মুছে ফেলার চেষ্টা করলেও তা মোছা যায় না। সেই সময়টায় সেই জিহাদির তাজা রক্ত পরিলক্ষিত হয়। যখন পাথরটি শূন্যে ভেসে ওঠে, তখন এর গায়ে লাগা তাজা রক্ত দেখায়।

তবে রক্ত মুছে ফেলার চেষ্টা করলেও তা মোছা যায় না। পাথরটি সম্পর্কে আরও জানা যায়, রাসুল (সা.) মক্কা থেকে আকসায় পৌঁছান তখন তিনি পাথরটির ওপর দাঁড়িয়ে তার যাত্রা শুরু করেন।

তার নির্দেশে পাথরটি সেখানে ভাসমান অবস্থায় আছে। বলা হয়, প্রতিবছর নির্দিষ্ট সময়ে পাথরটি মাটি থেকে ভাসমান অবস্থায় থাকে।”

তবে উক্ত প্রতিবেদনে উল্লেখ করা তথ্যের নির্ভরযোগ্য কোনো সূত্র খুঁজে পাওয়া যায়নি। তথ্যগুলো কেবল একটি বিকৃত ছবি যুক্ত করে সূত্রহীনভাবে প্রচার করা হয়েছে। যেহেতু পাথরটি শূন্যে ভাসমান নয় অর্থাৎ শূন্যে ভাসমান পাথর শীর্ষক দাবিটিই মিথ্যা তাই পাথরটিকে কেন্দ্র করে এই লেখাগুলোও প্রাসঙ্গিক নয়।

এছাড়া, Life in Saudia Arabia নামের একটি ওয়েবসাইটেও তথ্যগুলোকে মিথ্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

উল্লেখ্য ইতিপূর্বেও রিউমর স্ক্যানার সহ একাধিক ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ছবিটিকে ভুয়া চিহ্নিত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে, দেখুন এখানে এবং এখানে। 

সুতরাং, দেশীয় সংবাদমাধ্যম সময় টিভি এর অনলাইন সংস্করণে ‘সৌদি আরবে শূন্যে ভাসছে পাথর’ শীর্ষক শিরোনামে প্রচারিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: সৌদি আরবে শূন্যে ভাসছে পাথর
  • Claimed By: Facebook Posts & Media Outlets
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

  1. A huge rock in a village of Al-Hassa region raises… | by Vinod Ponmanadiyil | On Mobility, Computing and Life | Medium 
  2. AlAhsa : the floating rock 
  3. Al-Hassa – Flying stone – Floating Stone in Saudi Arabia – Which Stands on 3 Small Stones 
  4. Google Maps
  5. What is the reality of Floating Rock Miracle? – Life in Saudi Arabia

আরও পড়ুন

spot_img