বৃহস্পতিবার, মে 22, 2025

কাছের মানুষ পরিচয়ে ফিতরা জাকাতের টাকা চেয়ে ফোনের এসএমএসে প্রতারণা

সম্প্রতি মোবাইল ফোনে ““__ apu/bhaiya, ami apnar khub kacher kew. Lojjai porichoy dite chacchi na. Amader familyte kisu din theke onk arthik crisis cholche, ovab jacche. Roja suru hoyche bazar korar tk porjonto nai. Apnader Fitra Zakat ba dan sodka hisebe kisu tk pathale khub upokar hobe. Bkash+Nagad send money nmbr 01840889134.” (বানান ও ভাষা অপরিবর্তিত) এমন এসএমএস পাচ্ছেন নেটিজেনরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্ন ভিন্ন মোবাইল নাম্বার থেকে সমজাতীয় এমন খুদে বার্তা পাওয়ার অভিযোগ করেছেন অনেকেই।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, অন্তত ২০২১ সাল থেকে প্রতি বছরই ঈদসহ বিভিন্ন মৌসুমে সমজাতীয় মেসেজ ভিন্ন ভিন্ন নাম্বার থেকে অসংখ্য ব্যক্তিকে পাঠিয়ে আর্থিক প্রতারণার ফাঁদপাতা হয়েছে। মেসেজের ভাষা এবং অসহায়ত্বের আকুতিতে বিশ্বাস করে একাধিক ব্যক্তি মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে সহায়তার হাতও বাড়িয়ে দিয়েছেন বলে প্রমাণ পেয়েছে রিউমর স্ক্যানার।

মূলত, গত বছর (২০২৪) ঈদুল ফিতরের পূর্বে এই আর্থিক প্রতারণার বিষয়টি নজরে আসে রিউমর স্ক্যানারের। ফিতরা এবং জাকাতের অর্থ সহায়তা হিসেবে চেয়ে পাঠানো মেসেজগুলো পেয়ে কেউ তাদের প্রতিক্রিয়া জানাচ্ছে কিনা তা দেখতে ঈদের আগে অন্তত এক সপ্তাহ রিউমর স্ক্যানার ইনভেস্টিগেশন ইউনিট নজর রেখেছিল ফেসবুকে৷ আমাদের পর্যবেক্ষণে দেখা যায়, এই সময়ে অন্তত ১১টি ভিন্ন ভিন্ন মোবাইল নাম্বার থেকে একই মেসেজ পাঠানো হয়েছে বিভিন্ন ব্যক্তিদের। রিউমর স্ক্যানার ইনভেস্টিগেশন ইউনিটের অনুসন্ধানে দেখা যায়, প্রতারণার এই নতুন ফাঁদপাতা শুরু হয় অন্তত ২০২১ সালে। বিষয়টি নিয়ে দীর্ঘ অনুসন্ধান করে রিউমর স্ক্যানার, জানার চেষ্টা করা হয় কীভাবে ভুক্তিভোগীদের নাম জানতে পারে প্রতারকরা, যাচাই করা হয় নাম্বারগুলোও। কথা হয় ভুক্তভোগী এবং পুলিশ প্রশাসনের সাথেও। এ সংক্রান্ত ২০২৪ সালের বিস্তারিত প্রতিবেদন পড়ুন এখানে। চলতি বছরও একই ধরনের প্রতারণার মেসেজ পাচ্ছেন নেটিজেনরা।  

সুতরাং, কাছের মানুষ সেজে ফিতরা জাকাতের টাকা চেয়ে নেটিজেনরা সম্প্রতি খুদে বার্তা পাচ্ছেন যা একটি প্রতারণার কৌশল।

আরও পড়ুন

spot_img