শুক্রবার, মে 23, 2025

পারফেক্ট হওয়ায় কাকাকে তার সাবেক স্ত্রীর ডিভোর্স দেওয়া সংক্রান্ত মন্তব্যের বিষয়টি ভুয়া

গত বছর থেকে “রিকার্ডো কাকা কখনও আমাকে ধোঁকা দেয়নি। সে অনেক বেশি পারফেক্ট। তাই আমি তাঁকে ডিভোর্স দিয়েছি।”- শীর্ষক মন্তব্যটি ব্রাজিলের সাবেক ফুটবলার কাকার সাবেক স্ত্রী ক্যারোলিন সেলিকোর মন্তব্য দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়ে আসছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘রিকার্ডো কাকা কখনও আমাকে ধোঁকা দেয়নি। সে অনেক বেশি পারফেক্ট। তাই আমি তাঁকে ডিভোর্স দিয়েছি।” শীর্ষক মন্তব্য করেননি ব্রাজিলের সাবেক ফুটবলার কাকার সাবেক স্ত্রী ক্যারোলিন সেলিকো। প্রকৃতপক্ষে, কোনো সূত্র উল্লেখ ছাড়াই ভুয়া এই মন্তব্য গেল বছর থেকে তার বক্তব্য দাবিতে প্রচার হয়ে আসছে।

মূলত, গত বছর উক্ত দাবিটি স্প্যানিশ সংবাদমাধ্যম এল পাইসের বরাতে প্রচার করা হয়েছিল। পরবর্তীতে অনুসন্ধানে জানা যায়, এল পাইসের কলম্বিয়া শাখা একটি এক্স পোস্টের সূত্রে আলোচিত দাবিটি সংবাদ আকারে প্রকাশ করে। তবে উক্ত এক্স পোস্টটি পর্যবেক্ষণ করে দেখা গিয়েছিল, সেখানে কোনো সূত্র উল্লেখ করা হয়নি। এছাড়া, পরবর্তীতে এল পাইসের কলম্বিয়া শাখার ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হলেও পরবর্তীতে তা সরিয়ে নেওয়া হয়। এরপর আলোচিত মন্তব্যটির বিষয়ে জানতে কাকার সাবেক স্ত্রী ক্যারোলিন সেলিকোর সাথে যোগাযোগ করেছিল রিউমর স্ক্যানার। ক্যারোলিন সেলিকোর তখন রিউমর স্ক্যানারকে জানিয়েছিল, আলোচিত মন্তব্যটি তিনি করেননি। 

উল্লেখ্য, আলোচিত দাবিটি গত বছরও গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার হলে তা নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছিল রিউমর স্ক্যানার। 

আরও পড়ুন

spot_img