৮২৩ বছর পর পর ডিসেম্বরে ৫টি শুক্রবার আসার ভুয়া তথ্য প্রচার

সম্প্রতি, ‘৮২৩ বছর পর এই ডিসেম্বর মাসে ৫ টি শুক্রবার পড়েছে’ শীর্ষক দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

৮২৩ বছর পর

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, ৮২৩ বছর পর এবছর ডিসেম্বরে ৫টি শুক্রবার আসার দাবিটি সঠিক নয় বরং কয়েক বছর পরপরই এমনটা ঘটে।

মূলত, ইংরেজি ক্যালেন্ডারে ৩১ দিনের মাস ৭ টি এবং ৩০ দিনের মাস মোট ৫ টি। আর ৩১ দিনের মাস যে বার দিয়ে শুরু হয় সেই বার এবং তার পরবর্তী ২ টি বার উক্ত মাসে ৫ বার আসে। একইভাবে ৩০ দিনের মাস যে বার দিয়ে শুরু হয় সেই বার এবং তার পরবর্তী বার উক্ত মাসে ৫ বার আসে। যেমন চলতি ডিসেম্বর মাস শুরু হয়েছে শুক্রবার, তাই এই মাসে শুক্রবার, শনিবার এবং রবিবার মোট ৫ বার আসবে। একইভাবে, ২০২১ সালের ডিসেম্বর মাসে, ২০২২ এর এপ্রিল, জুলাই ও সেপ্টেম্বর মাসেও মোট ৫ টি করে শুক্রবার এসেছিল।

উল্লেখ্য, একাধিক সময়ে একই দাবি ইন্টারনেটে প্রচার করা হলে সেসময় এবিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

আরও পড়ুন

spot_img