গণমাধ্যমের শিরোনাম বিকৃত করে ‘জাতির পিতার চশমার খাপ পতিতালয়ে’ শীর্ষক ভুয়া দাবি প্রচার

গত বছর থেকে দেশীয় মূলধারার পত্রিকা দৈনিক বাংলার “জাতির পিতার চশমার খাপ পতিতালয়ে” শীর্ষক শিরোনাম সম্বলিত একটি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। সম্প্রতি, সংবাদ ছবিটি সামাজিক মাধ্যমে আবার প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার।

জাতির পিতার চশমার খাপ

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার অনুসন্ধানে জানা যায়, “জাতির পিতার চশমার খাপ পতিতালয়ে” শীর্ষক শিরোনামে দৈনিক বাংলা পত্রিকায় কখনো প্রতিবেদন প্রকাশিত হয়নি বরং ১৯৭৫ সালের ১৬ আগস্ট দৈনিক বাংলা পত্রিকায় প্রকাশিত “সৌদী আরব ও সুদানের স্বীকৃতি” শিরোনামের একটি সংবাদ প্রযুক্তির সহায়তায় বিকৃত করে আলোচ্য সংবাদ প্রতিবেদনের ছবিটি তৈরি করা হয়েছে।

মূলত, সামাজিক মাধ্যমে আলোচিত ও সমালোচিত ব্যক্তি সেফাতউল্লাহ ওরফে সেফুদা এক ভিডিওতে দাবি করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একবার পতিতালয়ে গিয়ে তার চশমার খাপ ভুলে আসেন এবং এই ঘটনা দৈনিক ইনকিলাবে প্রকাশিত হয়েছে। এই দাবি পরবর্তীতে ফেসবুকে ইনকিলাবের সূত্রে প্রচারিত হয়। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে এমন কোনো সংবাদ ইনকিলাবে পাওয়া যায়নি এবং ইনকিলাবের সিনিয়র ও চিফ রিপোর্টার রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেন এমন খবর তাদের পত্রিকায় প্রকাশিত হয়নি। এছাড়া, ২০২৩ সাল থেকে একই দাবিতে দৈনিক বাংলা পত্রিকায় প্রকাশিত সংবাদের ছবি প্রচার করা হয়। তবে, ২০২৩ সাল থেকে উক্ত দাবিতে প্রচারিত সংবাদের ছবিটিও ভুয়া। প্রকৃতপক্ষে, ১৯৭৫ সালের ১৬ আগস্ট দৈনিক বাংলা পত্রিকায় প্রকাশিত “সৌদী আরব ও সুদানের স্বীকৃতি” শিরোনামের একটি সংবাদ বিকৃত করে “জাতির পিতার চশমার খাপ পতিতালয়ে” শিরোনামে পরিবর্তন করে উক্ত ছবিটি তৈরি করা হয়েছে।

উল্লেখ্য, পূর্বেও একই দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সেসময় বিষয়টি নিয়ে বিস্তারিত ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

আরও পড়ুন

spot_img