সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘র্যাবের অভিযানে পতিতা সর্দারসহ চার পতিতা গ্রেফতার।’ শীর্ষক শিরোনামে মূলধারার জাতীয় দৈনিক নয়া দিগন্ত এর লোগো সম্বলিত একটি প্রতিবেদনের ছবি ছড়িয়ে পড়েছে। উক্ত প্রতিবেদনের ফিচারে ব্যবহৃত গ্রেফতারকৃতদের ছবিতে আমার বাংলাদেশ (এবি) পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ রয়েছেন।

উক্ত দাবিতে ছড়িয়ে পড়া পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ র্যাবের হাতে গ্রেফতার হয়েছেন দাবিতে প্রচারিত ছবি ও নয়া দিগন্তের প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা বরং, ২০২১ সালে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া ভিন্ন এক ব্যক্তির ছবিতে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের মুখমণ্ডল বসিয়ে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
২০২১ সালের ২০ জুন চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযানে গ্রেফতার হওয়া এক ব্যক্তির (জাহাঙ্গীর আলম) ছবিকে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সম্পাদনা করে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের মুখমণ্ডল বসানো হয়েছে। এই সম্পাদিত ছবির সাথে দৈনিক নয়া দিগন্তের লোগো যুক্ত করে একটি বানোয়াট প্রতিবেদন তৈরি করে প্রচার করা হয়েছে।
রিউমর স্ক্যানার টিম নয়া দিগন্তের ইপেপার ও ওয়েবসাইটে উক্ত দাবি সংক্রান্ত কোনো সংবাদ খুঁজে পায়নি। এছাড়া, প্রতিবেদনের শিরোনামে দাঁড়ি (।) চিহ্ন ব্যবহার এবং সাল-তারিখের অসঙ্গতি থেকে এটি জালিয়াতি বলে প্রমাণিত হয়।
২০২১ সালের স্থানীয় গণমাধ্যম ধুমকেতু নিউজ ও অন্যান্য সূত্র থেকে জানা যায়, সেসময় র্যাবের হাতে গ্রেফতার হওয়া ব্যক্তি জাহাঙ্গীর আলম, যিনি পতিতা ব্যবসার সাথে জড়িত ছিলেন। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সাম্প্রতিক সময়ে গ্রেফতারের কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি।
উল্লেখ্য, পূর্বেও একই দাবিতে একই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রিউমর স্ক্যানার সেসময় এ বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে।