চট্টগ্রামের সেলফি রোড দাবিতে অস্ট্রেলিয়ার একটি রাস্তার ছবি প্রচার

সম্প্রতি “চট্টলার সেলফি রোড, ফটিকছড়ি চট্টগ্রাম” শীর্ষক দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ছবিটি চট্রগ্রামের ফটিকছড়ি উপজেলার সেলফি রোডের নয় বরং এটি অস্ট্রেলিয়ার একটি রাস্তার।

মূলত, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় অবস্থিত রাবার গার্ডেন, যা সেলফি রোড হিসেবে অধিক পরিচিত। উক্ত স্থানের দৃশ্য দাবিতে অস্ট্রেলিয়ার ক্যাঙারু দ্বীপে একটি রাস্তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। 

উল্লেখ্য, পূর্বেও উক্ত দাবিটি ইন্টারনেটে প্রচার করা হলে সেসময় দাবিটিকে মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।


আরও পড়ুন

spot_img