গত কয়েক বছর ধরে সংগীতশিল্পী আঁখি আলমগীরের ফেসবুক পেজের একটি পোস্টের কমেন্ট ও রিপ্লাই সম্বলিত স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়ে আসছে।
Reaz Muhammad নামে এক ব্যক্তি আঁখি আলমগীরকে উদ্দেশ্য করে কমেন্টে লিখেন, “আঁখি ম্যাম, আপনার চোখ অনেক সুন্দর। আমি আপনাকে চোখ মারতে চাই!” এই কমেন্টের রিপ্লাইতে আঁখি আলমগীরের পেজ থেকে কমেন্ট করা হয়, “পাছাও অনেক সুন্দর, মারবি নাকি?”

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আঁখি আলমগীরের ফেসবুক পোস্টের কমেন্ট সম্বলিত স্ক্রিনশটটি বাস্তব নয় বরং প্রচারিত স্ক্রিনশটটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে প্রচার করা হয়েছে।
মূলত, সংগীতশিল্পী আঁখি আলমগীর তার ছবিটি পোস্ট করেন ২০২০ সালের ২৩ অক্টোবর। সে পোস্টে রিয়াজ মুহাম্মদ নামক একটি আইডির কমেন্ট ও আঁখি আলমগীরের একটি রিপ্লাই সম্বলিত একটি স্ক্রিনশট পরবর্তীতে ফেসবুকে ছড়িয়ে পড়ে। এর প্রেক্ষিতে রিউমর স্ক্যানারকে রিয়াজ মুহাম্মদ জানান, তিনি এ কাজ করেননি এবং ছবিটি এডিট করা। তাছাড়া, তার আইডিতেও এ সংক্রান্ত একটি পোস্টে তিনি এ কাজ করেননি বলে নিশ্চিত করেন। এছাড়া, আঁখি আলমগীরের পেজের পোস্টগুলো বিশ্লেষণ করে দেখা যায়, তিনি এখন পর্যন্ত তার কোনো পোস্টে কমেন্ট বা রিপ্লাই করেননি।
উল্লেখ্য, পূর্বেও একই দাবি ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে বিস্তারিত ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।