কোটা আন্দোলন ২০২৪ লাইভ আপডেট

সকল গ্রেডের সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কার করে কোটা ব্যবস্থার স্থায়ী সমাধানের দাবিতে দেশজুড়ে শিক্ষার্থীরা গত পহেলা জুলাই থেকে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছে। এরই মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক চীন সফর নিয়ে গত ১৪ জুলাই এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়েও কথা বলেন। সে সময় প্রধানমন্ত্রীর একটি বক্তব্যকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়। এর প্রেক্ষিতে আন্দোলন ও অবস্থান কর্মসূচিতে রাস্তায় নেমে আসেন শিক্ষার্থীরা। এর মধ্যে ঘটেছে সংঘর্ষের ঘটনা, এসেছে মৃত্যুর খবরও। এই আন্দোলনকে কেন্দ্র করে রিউমর স্ক্যানারের এই লাইভ আপডেটে আপনাকে স্বাগত।


সময়: ০৫ আগস্ট সকাল ০৭:০৬ মিনিট

জিজ্ঞাসা: কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তী সহিংসতায় কতজন মারা গেছেন?  

ফ্যাক্ট: আলোচিত এই ইস্যুতে মৃত্যুর প্রকৃত সংখ্যা নিরূপণ বা স্বাধীনভাবে যাচাই সম্ভব নয়। এক্ষেত্রে তাই গণমাধ্যম সূত্রে পাওয়া সর্বশেষ তথ্য নিম্নে তুলে ধরা হলো –  

সরকারি হিসাব – ১৫০ (২৯ জুলাই)

বাংলাদেশি সংবাদমাধ্যম 

বিদেশি গণমাধ্যম

সূত্র: গণমাধ্যম।


সময়: ০৫ আগস্ট সকাল ০৭:০০ মিনিট

জিজ্ঞাসা: সরকার পদত্যাগের দাবিতে অসহযোগ আন্দোলনে ০৪ আগস্ট কতজন মারা গেছেন?  

ফ্যাক্ট: আলোচিত এই ইস্যুতে মৃত্যুর প্রকৃত সংখ্যা নিরূপণ বা স্বাধীনভাবে যাচাই সম্ভব নয়। এক্ষেত্রে তাই গণমাধ্যম সূত্রে পাওয়া সর্বশেষ তথ্য নিম্নে তুলে ধরা হলো –  

বাংলাদেশি সংবাদমাধ্যম 

বিদেশি গণমাধ্যম

সূত্র: গণমাধ্যম।


সময়: ০৪ আগস্ট সকাল ১০:০০ মিনিট

জিজ্ঞাসা: কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তী সহিংসতায় কতজন মারা গেছেন?  

ফ্যাক্ট: আলোচিত এই ইস্যুতে মৃত্যুর প্রকৃত সংখ্যা নিরূপণ বা স্বাধীনভাবে যাচাই সম্ভব নয়। এক্ষেত্রে তাই গণমাধ্যম সূত্রে পাওয়া সর্বশেষ তথ্য নিম্নে তুলে ধরা হলো –  

সরকারি হিসাব – ১৫০ (২৯ জুলাই)

বাংলাদেশি সংবাদমাধ্যম 

বিদেশি গণমাধ্যম

সূত্র: গণমাধ্যম।


সময়: ০৩ আগস্ট সকাল ১১:৪০ মিনিট

দাবি: ৭ দিনের জন্য আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বৈষম্য ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক।

ফ্যাক্ট: এই বিবৃতিটি ভুয়া। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আলোচিত ৬ সমন্বয়ক ৭ দিনের জন্য আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয়নি। বরং, এই ০৬ জন থেকে অন্তত দুইজন সমন্বয়ক আজকের বিক্ষোভ কর্মসূচির বিষয়ে নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন।

সূত্র: সমন্বয়কদের ফেসবুক পোস্ট


সময়: ০৩ আগস্ট সকাল ০৮:৩০ মিনিট

জিজ্ঞাসা: কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তী সহিংসতায় কতজন মারা গেছেন?  

ফ্যাক্ট: আলোচিত এই ইস্যুতে মৃত্যুর প্রকৃত সংখ্যা নিরূপণ বা স্বাধীনভাবে যাচাই সম্ভব নয়। এক্ষেত্রে তাই গণমাধ্যম সূত্রে পাওয়া সর্বশেষ তথ্য নিম্নে তুলে ধরা হলো – 

সরকারি হিসাব – ১৫০ (২৯ জুলাই)

বাংলাদেশি সংবাদমাধ্যম 

বিদেশি গণমাধ্যম

সূত্র: গণমাধ্যম।


সময়: ০৩ আগস্ট রাত ১২:৩০ মিনিট

দাবি: “কোটা আন্দোলনের তিন সমন্বয়ক পাকিস্তান হাইকমিশনের সহযোগিতা চেয়েছে এবং তারাও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে।” হাইকমিশনের বিজ্ঞপ্তি।

ফ্যাক্ট: না, বিজ্ঞপ্তিটি ভুয়া। গত ১৮ জুলাই বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থিত পাকিস্তানি নাগরিকদের জন্য একটি নির্দেশনা প্রকাশ করে পাকিস্তান হাইকমিশন। সেই Advisory টি বিকৃত করে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। 

সূত্র: ফেসবুক পোস্ট এবং পাকিস্তান হাইকমিশনের স্টেটমেন্ট।


সময়: ০২ আগস্ট রাত ১১:৪৪ মিনিট

দাবি: “উত্তরায় অস্ত্র হাতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা নিজাম” – দেশটিভি ফটোকার্ড। 

ফ্যাক্ট: না, এটি ভুয়া ফটোকার্ড। দেশটিভি এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। দেশটিভি বা অন্যান্য গণমাধ্যমেও উক্ত দাবিতে কোনো সংবাদ প্রকাশের তথ্য পাওয়া যায়নি। 

সূত্র: দেশ টিভি সম্পাদকের স্টেটমেন্ট।


সময়: ০২ আগস্ট রাত ০৯:২৬ মিনিট

দাবি: কোটা আন্দোলনে গিয়ে যৌন হয়রানির শিকার হয়েছে জানিয়ে Sanjana Era Farhana নামের একটি ফেসবুক আইডির পোস্ট। 

ফ্যাক্ট: না, ভুয়া গল্প এটি। 

পোস্টে লেখা হয়েছে : “….শিক্ষার্থী ভাইবোনদের আহবানে প্রোগ্রামে গিয়ে আজকে নিজের ইজ্জতটা হারাতে হারাতে বেচে ফিরলাম। আমি কোনো রাজনীতি দল সাপোর্ট করিনা।ফেইসবুকে ছবি আর ভিডিও দেখলে চোখ দিয়ে পানি চলে আসে তাই আজকে বন্ধের দিনে ভাবলাম নিজে একটু স্বশরীরে গিয়ে ওদের পাশে দাড়ায়।….”

এভাবে দাঁড়াতে গিয়ে কথিত এ ফেসবুক আইডি থেকে কয়েকজনের দ্বারা যৌন হয়রানির শিকার হওয়ার দাবি করা হয়েছে। 

Sanjana Era Farhana আইডি পর্যালোচনা :

আইডিটি পর্যালোচনা করে দেখা যায় এ আইডিতে আজকের আগে কেবল ২০১৮ সালে আপলোড করা কভার ছবিটিই ছিল। ফেসবুকে এই আইডির আজকের আগে কোনো পাবলিক পোস্ট নেই। আইডিটিতে মোট ৫৯ জন ফ্রেন্ড আছেন। যার বেশিরভাগই ভুয়া আইডি। এছাড়া, ফেসবুক আইডিতে কোনো ব্যক্তির ছবি নেই।

যৌ*ন হয়রানির অভিযোগে দেয়া পোস্ট পর্যালোচনা : 

উক্ত আইডিতে যৌন হয়রানির অভিযোগ তুলে প্রথম পোস্টটি করা হয় আজ সন্ধা ৬.২০ মিনিটে। পরবর্তী একই পোস্টটি ৭.২৪ মিনিটে পুনরায় করা হয়। এবার এটির সাথে এক নারী শিক্ষার্থীর টুঁটি চেপে ধরার ভাইরাল ভিডিওটি ইন্টারনেট থেকে সংগ্রহ করে যুক্ত করা হয়।

কথিত পোস্টকারীর পোস্ট অনুয়ায়ী তার অবস্থান চট্টগ্রামে এবং তিনি চট্রগ্রামের কর্মসূচিতে আজ অংশগ্রহণ করেছেন বলে লিখেছেন।

অপরদিকে বিশ্বাসযোগ্যতা বাড়াতে যৌ-ন হয়রানির যে ভিডিওটি যুক্ত করা হয়েছে সেটি আজকের ঢাকার উত্তরার ঘটনার। ওই ভিডিওতে এক যুবক কর্তৃক এক নারী শিক্ষার্থীর টুঁটি চেপে ধরতে দেখা যায়। এ সময় কয়েকজন মৌখিক প্রতিবাদ করে। অনুসন্ধানে ওই যুবকের পরিচয় খুঁজে পাওয়া যায়। যুবকের নাম মেহেদী হাসান কাওসার সজীব, তিনি উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগের কর্মী। 

অর্থাৎ পর্যালোচনা ও অনুসন্ধানে দেখা যায় একটি ভুয়া-অনির্ভরযোগ্য আইডি থেকে যৌ’ন হয়রানির অভিযোগের এ পোস্টটি দেয়া হয়েছে। বিশ্বাসযোগ্যতা তুলে ধরতে এর সাথে ভিন্ন ঘটনার ভিডিও যুক্ত করেও প্রচার করা হয়েছে।

সূত্র: রিউমর স্ক্যানারের বিশ্লেষণ


সময়: ০২ আগস্ট রাত ০৯:০৪ মিনিট

জিজ্ঞাসা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ কর্মসূচীতে হওয়া সংঘাত ও সংঘর্ষের ঘটনায় আজ কি কেউ মারা গেছেন?  

ফ্যাক্ট: হ্যাঁ, সর্বশেষ তথ্য অনুযায়ী দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। 

১/ মোস্তাক মিয়া, হবিগঞ্জ।

২/ মো. সুমন (পুলিশ), খুলনা।

সূত্র : গণমাধ্যম


সময়: ০২ আগস্ট রাত ০৮:৪৬ মিনিট

জিজ্ঞাসা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ কর্মসূচীতে হওয়া সংঘাত ও সংঘর্ষের ঘটনায় আজ কি কেউ মারা গেছেন?  

ফ্যাক্ট: হ্যাঁ, সর্বশেষ তথ্য অনুযায়ী একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। 

তার নাম মোস্তাক মিয়া (২৪)। ঘটনা হবিগঞ্জের। 

সূত্র : গণমাধ্যম


সময়: ০২ আগস্ট সকাল ০৯:৪০ মিনিট

জিজ্ঞাসা: কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তী সহিংসতায় কতজন মারা গেছেন?  

ফ্যাক্ট: আলোচিত এই ইস্যুতে মৃত্যুর প্রকৃত সংখ্যা নিরূপণ বা স্বাধীনভাবে যাচাই সম্ভব নয়। এক্ষেত্রে তাই গণমাধ্যম সূত্রে পাওয়া সর্বশেষ তথ্য নিম্নে তুলে ধরা হলো – 

সরকারি হিসাব – ১৫০ (২৯ জুলাই)

বাংলাদেশি সংবাদমাধ্যম 

বিদেশি গণমাধ্যম

সূত্র: গণমাধ্যম।


সময়: ০১ আগস্ট সকাল ০৮:৪০ মিনিট

জিজ্ঞাসা: কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তী সহিংসতায় কতজন মারা গেছেন?  

ফ্যাক্ট: আলোচিত এই ইস্যুতে মৃত্যুর প্রকৃত সংখ্যা নিরূপণ বা স্বাধীনভাবে যাচাই সম্ভব নয়। এক্ষেত্রে তাই গণমাধ্যম সূত্রে পাওয়া সর্বশেষ তথ্য নিম্নে তুলে ধরা হলো – 

সরকারি হিসাব – ১৫০ (২৯ জুলাই)

বাংলাদেশি সংবাদমাধ্যম 

বিদেশি গণমাধ্যম

সূত্র: গণমাধ্যম।


সময়: ০১ আগস্ট রাত ০১:০৮ মিনিট

দাবি: টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলকের সাথে এক নারীর ‘আপত্তিকর দৃশ্য’।

ফ্যাক্ট: না, ছবিটি সম্পাদিত। জনাব পলকের সাথে থাকা নারী তারই স্ত্রী। তবে মূল ছবিটি ‘আপত্তিকর’ ছিল না। জুনাইদ আহমেদ পলক নিজেই মূল ছবিটি তার পেজে পোস্ট করেছিলেন ২০১২ সালে, ক্যাপশনেও পরিষ্কার করেছিলেন যে ছবিটি তার এবং তার স্ত্রীর। সেই ছবিটিই সম্পাদনা করে আপত্তিকর রূপ দিয়ে প্রচার করা হচ্ছে এখন। 

সূত্র : ফেসবুক পোস্ট। 


সময়: ০১ আগস্ট রাত ১২.০৮ মিনিট

দাবি: পদত্যাগ পত্র জমা দিলো সেনাবাহিনীর প্রায় ১৫ জনের বেশি সেনা অফিসার। সূত্র – ফেস দ্যা পিপল

ফ্যাক্ট: না, এমন কোনো তথ্য ফেস দ্যা পিপল দেয়নি৷ তাদের পক্ষ থেকেও রিউমর স্ক্যানারকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অন্য কোনো গণমাধ্যম সূত্রেও এমন খবর পাওয়া যায়নি।

সূত্র : ফেস দ্য পিপলের স্টেটমেন্ট এবং গণমাধ্যম।


সময়: ৩১ জুলাই দুপুর ১২:৪০ মিনিট

জিজ্ঞাসা: কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তী সহিংসতায় কতজন মারা গেছেন?  

ফ্যাক্ট: আলোচিত এই ইস্যুতে মৃত্যুর প্রকৃত সংখ্যা নিরূপণ বা স্বাধীনভাবে যাচাই সম্ভব নয়। এক্ষেত্রে তাই গণমাধ্যম সূত্রে পাওয়া সর্বশেষ তথ্য নিম্নে তুলে ধরা হলো – 

সরকারি হিসাব – ১৫০ (২৯ জুলাই)

বাংলাদেশি সংবাদমাধ্যম 

বিদেশি গণমাধ্যম

সূত্র: গণমাধ্যম।


সময়: ৩০ জুলাই রাত ০৯.৫৪ মিনিট

দাবি: বাংলাদেশে কোটা আন্দোলনকারীদের উপর পুলিশের হামলার ভিডিও দেখে কেঁদে ফেললেন বিদেশি গণমাধ্যমের সঞ্চালক। 

ফ্যাক্ট: না, ভিডিওটি সম্পাদিত। ২০১৯ সালের ২৫ জুলাই এ সংক্রান্ত মূল ভিডিও পোস্ট করা হয় সিরিয়ার সংবাদমাধ্যম Orient News-এর অফিসিয়াল এক্স হ্যান্ডেলে। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার খবর পরিবেশনের সময় দেশটির সেনাবাহিনীর এক জওয়ানের পায়ের ছবি দেখে কেঁদে ফেলেছিলেন এই নারী সঞ্চালক। এই ভিডিওকেই সম্পাদনা করে উক্ত দাবিতে প্রচার করা হচ্ছে।

সূত্র : এক্স পোস্ট।


সময়: ৩০ জুলাই দুপুর ০২.৫৪ মিনিট

দাবি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রোফাইল পিকচার লাল করণ বিষয়ে সতর্ক করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 

ফ্যাক্ট: না, বিজ্ঞপ্তিটি ভুয়া। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এমন কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। মূলত ছাত্রশিবিরের অফিশিয়াল প্যাড এডিট করে ভুয়া এ বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে।

ছাত্রশিবিরের ফেসবুক পেজে গিয়ে দেখা গেছে তারাও বৈষম্যবিরোধী ছাত্র আন্দলোনের ‘রেড’ কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজের প্রোফাইল ছবি লাল করেছে। 

সূত্র : ছাত্রশিবিরের ফেসবুক পেজ বিশ্লেষণ।


সময়: ৩০ জুলাই সকাল ১০.৪০ মিনিট

দাবি: প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে সারা বিশ্বের টেলিভিশন পর্দায় বাংলাদেশের কোটা সংস্কারের দাবিতে প্রতিবাদী ছাত্রদের মিছিলের দৃশ্য ও ধারা-বিবরণী প্রচার করা হয়েছে। 

ফ্যাক্ট: না, বিষয়টি গুজব। কোনো বিশ্বস্ত তথ্যপ্রমাণ ছাড়াই ভিত্তিহীনভাবে এই দাবিটি প্রচার করা হচ্ছে। 

সূত্র : রিউমর স্ক্যানারের বিশ্লেষণ।


সময়: ৩০ জুলাই সকাল ১০.২৮ মিনিট

দাবি: কালবেলা প্রকাশ করেছে, ফারহান ফাইয়াজকে টিউশনি পড়াতো ঢাকা মহানগর উত্তর ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক আবির হোসাইন। ফারহানের পরিবার জানতো না তার শিক্ষক সরাসরি শিবিরের রাজনীতির সাথে জড়িত। গত ১৮ জুলাই সকালে ফারহানকে কল দিয়ে ঘুরতে বের হবে বলে নিয়ে যায় বাসা থেকে। তারপর কৌশলে ফারহানকে হত্যা করে। 

ফ্যাক্ট: ফারহান ফাইয়াজের টিউশন শিক্ষক শিবির কর্মী এবং ফারহানকে খুনের সঙ্গে তার শিক্ষক জড়িত শীর্ষক দাবিতে কালবেলা কোনো সংবাদ প্রকাশ করেনি৷ কালবেলা ব্যতীত অন্য কোনো মূলধারার গণমাধ্যমে বা বিশ্বস্ত তথ্যসূত্রের মারফতেও আলোচিত দাবির পক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। 

সূত্র: কালবেলার স্টেটমেন্ট এবং রিউমর স্ক্যানারের নিজস্ব বিশ্লেষণ। 


সময়: ৩০ জুলাই সকাল ০৮:৫৯ মিনিট

জিজ্ঞাসা: কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তী সহিংসতায় কতজন মারা গেছেন?  

ফ্যাক্ট: আলোচিত এই ইস্যুতে মৃত্যুর প্রকৃত সংখ্যা নিরূপণ বা স্বাধীনভাবে যাচাই সম্ভব নয়। এক্ষেত্রে তাই গণমাধ্যম সূত্রে পাওয়া সর্বশেষ তথ্য নিম্নে তুলে ধরা হলো – 

সরকারি হিসাব – ১৫০ (২৯ জুলাই)

বাংলাদেশি সংবাদমাধ্যম 

বিদেশি গণমাধ্যম

সূত্র: গণমাধ্যম।


সময়: ২৯ জুলাই বিকাল ০৪.৩০ মিনিট

দাবি: রাজধানীর মহাখালী দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ভবনের নিচে গাড়িতে আগুন। এই এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে। 

ফ্যাক্ট: ছবিটি আজকের নয়। গত ১৮ জুলাই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ছবিটি সেসময়েরই৷ তাছাড়া, আজ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটার খবর আসেনি গণমাধ্যমে। 

সূত্র : রিউমর স্ক্যানারের বিশ্লেষণ।


সময়: ২৯ জুলাই দুপুর ০৩.০৭ মিনিট

দাবি: মিরপুর- ১০ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বিক্ষোভে যোগ দিতে ঢাকার মিরপুরে অবস্থান নিয়েছে ছাত্র-জনতা। আজকের ছবি দাবি। 

ফ্যাক্ট: এটি গত ১৬ জুলাইয়ের ছবি। সেদিন ফেসবুকে আপলোড হওয়া একাধিক ছবি ও ভিডিওর সাথে এই ছবিটির মিল পেয়েছে রিউমর স্ক্যানার। এছাড়া গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে মিরপুর-১০ গোলচত্বরের ওপরের ফুটওভার ব্রিজ ও পুলিশ বক্সে আগুন দেয়ার ঘটনা ঘটেছিল। পরদিন, মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ব্যাপক ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এর ফলে বর্তমানে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। তবে আলোচ্য ছবিতে মেট্রোরেলের গেইট খোলা অবস্থায় দেখা যাচ্ছে এবং মিরপুর-১০ এর ফুটওভার ব্রিজও অক্ষত অবস্থায় রয়েছে, যা নিশ্চিত করে যে এটি আজকের নয় বরং ১৬ জুলাইয়ের ছবি।

সূত্র: পুরোনো পোস্ট এবং রিউমর স্ক্যানারের বিশ্লেষণ। 


সময়: ২৯ জুলাই দুপুর ০২:৫৭ মিনিট

দাবি: মিরপুর ১০ এবং ২ এর আজকের লাইভ ভিডিও। 

ফ্যাক্ট: না, এটি ফেক লাইভ ভিডিও। গত ১৬ জুলাই মিরপুর ১০ এ হওয়া BUBT এর আন্দোলনের ভিডিওসহ বিভিন্ন পুরোনো ভিডিও রেকর্ড করে আজকের বলে প্রচার করা হচ্ছে। 

তবে আজ এখন পর্যন্ত মিরপুর ১০ কিংবা ২ এ এমন জমায়েতের কোনো খবর পাওয়া যায়নি। বরং ওখানে যথেষ্ট পুলিশের উপস্থিতি রয়েছে।  

সূত্র: পুরোনো ভিডিওর পোস্ট।   


সময়: ২৯ জুলাই দুপুর ০২:৪৮ মিনিট

দাবি: কোটা সংস্কার আন্দোলন ইস্যুর মধ্যে হুন্ডি নয়, ব্যাংকেই টাকা পাঠাচ্ছেন প্রবাসীরা শীর্ষক তথ্যে ভিডিও।   

ফ্যাক্ট: চলমান কোটা সংস্কার আন্দোলনে ঘটা সহিংসতার প্রতিবাদে সম্প্রতি প্রবাসীরা নিজ নিজ অবস্থান থেকে বাংলাদেশে বৈধ পথে টাকা পাঠিয়ে রেমিট্যান্স খাতে অবদান রাখা বন্ধ করার ঘোষণা দেন। প্রবাসীদের এমন প্রতিবাদের প্রেক্ষাপটে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করে দাবি করা হয়, হুন্ডি নয়, ব্যাংকেই টাকা পাঠাচ্ছেন প্রবাসীরা। কিন্তু, রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, FIRST Class Group নামের একটি ফেসবুক পেজে প্রায় চার মাস পূর্বে গত ১৬ এপ্রিল এই ভিডিওটি পোস্ট করা হয় যেখানে কর্মীদের বৈধ পথে টাকা পাঠাতে উৎসাহ প্রদান করা হয় এবং কর্মীরাও এতে সায় দেন। 

সূত্র: মূল ভিডিও।  


সময়: ২৯ জুলাই দুপুর ০২.৪০ মিনিট

দাবি: কোটা আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষের ইস্যুর মধ্যে কুমিল্লা চৌদ্দগ্রামের ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মিনারের মৃত্যু হয়েছে। 

ফ্যাক্ট: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের কমিটি দুই সদস্য বিশিষ্ট আংশিক কমিটি। কমিটিতে সভাপতি পদে আছেন তৌফিকুল ইসলাম সবুজ এবং সাধারন সম্পাদকের দায়িত্বে আছেন কাউছার হানিফ। কমিটিতে কোনো যুগ্ম আহ্বায়ক নেই। বিগত কমিটিতে ৮ জন যুগ্ম আহবায়ক থাকলেও মিনার নামে কোনো ব্যক্তি এই পদে ছিলেন না। তাছাড়া কোটা সংস্কার আন্দোলনে চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের কোনো নেতা-কর্মীর মৃত্যু হয়নি।

সূত্র : স্থানীয় সূত্র


সময়: ২৯ জুলাই সকাল ১০:১০ মিনিট

জিজ্ঞাসা: কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তী সহিংসতায় কতজন মারা গেছেন?  

ফ্যাক্ট: আলোচিত এই ইস্যুতে মৃত্যুর প্রকৃত সংখ্যা নিরূপণ বা স্বাধীনভাবে যাচাই সম্ভব নয়। এক্ষেত্রে তাই গণমাধ্যম সূত্রে পাওয়া সর্বশেষ তথ্য নিম্নে তুলে ধরা হলো – 

সরকারি হিসাব – ১৪৭ (২৮ জুলাই)

বাংলাদেশি সংবাদমাধ্যম 

বিদেশি গণমাধ্যম

সূত্র: গণমাধ্যম। 


সময়: ২৮ জুলাই সকাল ১১:৪০ মিনিট

দাবি: কোটা সংস্কার আন্দোলনে নিহতের সংখ্যা ১৭০০ ছাড়িয়ে গেছে। সূত্র- প্রথম আলো।

ফ্যাক্ট: জাতীয় দৈনিক প্রথম আলো এমন কোনো সংবাদ প্রকাশ করেনি। অন্তত গত ২৪ জুলাই থেকে দাবিটি ইন্টারনেটে প্রচার করা হলেও সেদিন রাতে গণমাধ্যমটির অনলাইন বিভাগের প্রধান শওকত হোসেন মাসুম রিউমর স্ক্যানারকে জানিয়েছিলেন, “ আমাদের কাছে থাকা সর্বশেষ তথ্য (২৪ জুলাইয়ের) অনুযায়ী ১৯৭ জন নিহত হয়েছেন।” উল্লেখ্য, আজ ২৮ জুলাই প্রকাশিত প্রথম আলোর প্রিন্ট সংস্করণের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ২১০ জন নিহতের খবর পাওয়া গেছে।

সূত্র- প্রথম আলো।


সময়: ২৮ জুলাই সকাল ১০:১৫ মিনিট

জিজ্ঞাসা: কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তী সহিংসতায় কতজন মারা গেছেন?  

ফ্যাক্ট: আলোচিত এই ইস্যুতে মৃত্যুর প্রকৃত সংখ্যা নিরূপণ বা স্বাধীনভাবে যাচাই সম্ভব নয়। এক্ষেত্রে তাই গণমাধ্যম সূত্রে পাওয়া সর্বশেষ তথ্য নিম্নে তুলে ধরা হলো – 

বাংলাদেশি সংবাদমাধ্যম 

বিদেশি গণমাধ্যম

সূত্র: গণমাধ্যম।


সময়: ২৮ জুলাই রাত ০১:১৯ মিনিট

দাবি: কোটা আন্দোলন নিয়ে প্রচারিত এই ফটোকার্ডের থাকা মিছিলের ছবিতে গোল চিহ্নিত ব্যক্তিরা ঢাকা বিশ্ববিদ্যালয় ও বদরুন্নেসা কলেজের ছাত্রীসংস্থার সদস্য।

ফ্যাক্ট: প্রচারিত মিছিলের ছবিটি ঢাকার নয়, বরং এটি কুমিল্লার কোটবাড়ি এলাকায় ধারণকৃত। ছবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বদরুন্নেসা কলেজের ছাত্রী বলে যাদের পরিচয় করিয়ে দেওয়া হয়েছে তারা কেউই এই দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থী নন। এই চারজনের সকলেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে নিশ্চিত হয়েছে রিউমর স্ক্যানার টিম। এছাড়া, ছবিতে গোল চিহ্নিত ব্যক্তিদের সামনে অর্থাৎ মিছিলের অগ্রভাগে রয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাধিক নেত্রী। এদিকে ছবিটিকে দাবি মানার পর আন্দোলনের ছবি বলে প্রচার করা হলেও কোটা সংস্কার আন্দোলনের এই মিছিলটি হয়েছে আপিল বিভাগ কোটা সংস্কারের পক্ষে রায় দেওয়ারও ১০ দিন পূর্বে গত ১১ জুলাই।

সূত্র: রিউমর স্ক্যানারের অনুসন্ধান


সময়: ২৭ জুলাই সকাল ১১:৪০ মিনিট

দাবি: ২০২১ সালে শেখ হাসিনার ঢামেক পরিদর্শনের ছবিকে গতকালের দৃশ্য দাবি করছে আওয়ামী লীগ।

ফ্যাক্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল ২৬ জুলাই বিকেলে আহতদের চিকিৎসার খোঁজ-খবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কয়েকটি ওয়ার্ড পরিদর্শন করেন। এই পরিদর্শনের সময় তোলা তার কিছু ছবি গতকাল বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজে সন্ধা ৭.১৩ মিনিটে পোস্ট করা হয়। পরবর্তীতে সেই পোস্টের স্ক্রিনশট এবং আইসিটি মিনিস্টার Zunaid Ahmed Palak এর পেজের একটি স্ক্রিনশট কোলাজ করে দাবি করা হয়– আওয়ামী লীগের পেজে ২০২১ সালের ছবি সাম্প্রতিক সময়ের দাবি করে প্রচার করা হয়েছে। 

তবে এই দাবিটি সঠিক নয়। ছবিগুলো ২০২১ সালের নয় বরং গতকালেরই। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢামেকে গিয়েছিলেন এবং এসময় তিনি সাংবাদিকদের সাথেও কথা বলেছেন। ছবিগুলো গতকালই তোলা বলে আমরা নিশ্চিত হয়েছি।

মূলত যা ঘটেছে:

জুনাইদ আহমেদ পলকের সেই স্ক্রিনশটটি লক্ষ্য করলে দেখা যায় সেখানে কোনো ক্যাপশন নেই। কেবল ৫টি + ১২৯৭৭টি ছবি দেখা যায়। এটি মূলত পলকের অফিশিয়াল ফেসবুক পেজের ‘Timeline Photos’ নামের অ্যালবামের সকল ছবির সংখ্যা। এই অ্যালবামটি শেয়ার করার ফলে অ্যালবাম তৈরির তারিখসহ শেয়ার হয়। পুরো অ্যালবাম শেয়ার করায় সবচেয়ে রিসেন্ট আপলোড হওয়া প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভিজিটের ছবিগুলো শেয়ারের প্রিভিউয়ে আসে এবং +১২৯৭৭ সহ সকল ছবি ২ জুলাই ২০২১ তারিখ হিসেবে শেয়ার হয়।

যার ফলে কেউ কেউ মনে করে ছবিগুলো জুনাইদ আহমেদ পলকের ফেসবুক পেজে ২০২১ সালে আপলোড করা হয়েছিল এবং সেই দাবি তারা প্রচার করে। তবে ছবিগুলো জুনাইদ আহমেদ পলকের ফেসবুক পেজে গতকালই পোস্ট করা হয়। জনাব পলক আওয়ামী লীগের ফেসবুক পেজের হুবহু ক্যাপশনে ছবিগুলো গতকাল সন্ধ্যা ৭.৫৩ মিনিটে পোস্ট করেছিলেন।   

এর আগে একই বিভ্রান্তির কারণে ওবায়দুল কাদের এক পোস্টে ৪+ ১৪৪৭৭টি ছবি আপলোড করেছিলেন বলে দাবি করা হয়েছিল। যা নিয়ে তখন রিউমর স্ক্যানারের অফিসিয়াল গ্রুপে পোস্ট করা হয়েছিল। সেসময়ও মূলত যে স্ক্রিনশটটি শেয়ার করা হয় সেটি কোনো পোস্ট স্ক্রিনশট ছিল না বরং একটি অ্যালবাম শেয়ার করার প্রিভিউ স্ক্রিনশট ছিল, যেখানের ডেট টা অ্যালবাম ক্রিয়েশন ডেট।

সূত্র: রিউমর স্ক্যানারের বিশ্লেষণ।


সময়: ২৭ জুলাই সকাল ১১:৩০ মিনিট

জিজ্ঞাসা: কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তী সহিংসতায় কতজন মারা গেছেন?  

ফ্যাক্ট: আলোচিত এই ইস্যুতে মৃত্যুর প্রকৃত সংখ্যা নিরূপণ বা স্বাধীনভাবে যাচাই সম্ভব নয়। এক্ষেত্রে তাই গণমাধ্যম সূত্রে পাওয়া সর্বশেষ তথ্য নিম্নে তুলে ধরা হলো – 

বাংলাদেশি সংবাদমাধ্যম 

বিদেশি গণমাধ্যম

সূত্র: গণমাধ্যম।


সময়: ২৭ জুলাই সকাল ১০:০০ মিনিট

দাবি: কোটা আন্দোলনে সহিংসতার মধ্যেই শেখ হাসিনা দেশ ছেড়েছেন। সূত্র:  ইন্ডিয়া টুডে  

ফ্যাক্ট: না, বিষয়টি গুজব। ভারতের ইন্ডিয়া টুডে গ্রুপের সংবাদমাধ্যম India Today NE গত ২১ জুলাই উক্ত দাবিতে সংবাদ প্রকাশ করলেও পরবর্তীতে সংবাদটি সরিয়ে নিয়ে এ প্রসঙ্গে দুঃখ প্রকাশ করেছে। তাছাড়া, উক্ত দাবি প্রচার পরবর্তী সময়েও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার সরকারি বাসভবন গণভবনে বিভিন্ন সংস্থার সাথে নিয়মিত বৈঠকের খবর ও ফুটেজ গণমাধ্যমে এসেছে।   

সূত্র: গণমাধ্যম।


সময়: ২৬ জুলাই বিকাল ০৪:২৫ মিনিট

জিজ্ঞাসা: কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তী সহিংসতায় কতজন মারা গেছেন?  

ফ্যাক্ট: আলোচিত এই ইস্যুতে মৃত্যুর প্রকৃত সংখ্যা নিরূপণ বা স্বাধীনভাবে যাচাই সম্ভব নয়। এক্ষেত্রে তাই গণমাধ্যম সূত্রে পাওয়া সর্বশেষ তথ্য নিম্নে তুলে ধরা হলো – 

বাংলাদেশি সংবাদমাধ্যম 

বিদেশী গণমাধ্যম

সূত্র: গণমাধ্যম।


সময়: ২৬ জুলাই সকাল ০৯:০৬ মিনিট

দাবি: মেয়েটি ২২ জুলাই পুলিশের গুলিতে মারা গেছেন   

ফ্যাক্ট: না, বিষয়টি গুজব। আনিকা তাসনিম নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী সুস্থ এবং ভালো আছেন বলে নিজেই নিশ্চিত করেছেন।      

সূত্র: আনিকা তাসনিমের ফেসবুক পোস্ট।


সময়: ২৫ জুলাই বিকাল ০৪:৪৩ মিনিট

দাবি: খালেদা জিয়া মারা গেছেন   

ফ্যাক্ট: কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান সহিংসতার মধ্যেই বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর গুজব ছড়িয়েছে। তবে বিষয়টি গুজব বলে বিএনপির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। খালেদা জিয়া শারীরিক নানা জটিলতা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।     

সূত্র: গণমাধ্যম


সময়: ২৫ জুলাই বিকাল ০৪:০০ মিনিট

জিজ্ঞাসা: কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তী সহিংসতায় কতজন মারা গেছেন?  

ফ্যাক্ট: আলোচিত এই ইস্যুতে মৃত্যুর প্রকৃত সংখ্যা নিরূপণ বা স্বাধীনভাবে যাচাই সম্ভব নয়। এক্ষেত্রে তাই গণমাধ্যম সূত্রে পাওয়া সর্বশেষ তথ্য নিম্নে তুলে ধরা হলো – 

প্রথম আলো – ২০২

দ্য ডেইলি স্টার – ১৫৪

মানবজমিন – ১৯৭

নিউ এজ – অন্তত ১৬৩

বিদেশী গণমাধ্যম

বিবিসি – অন্তত ১৫০

আল জাজিরা – প্রায় ২০০ এর কাছাকাছি

রয়টার্স – অন্তত ১৫০

এএফপি – অন্তত ১৭৪

সূত্র: গণমাধ্যম।


সময়: ২৫ জুলাই দুপুর ০২:৪৩ মিনিট

দাবি: কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের সমর্থন করে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো এক্সে পোস্ট করেছেন।

ফ্যাক্ট: না, যে এক্স অ্যাকাউন্ট থেকে পোস্টটি করা হয়েছে তা ইতালির রাষ্ট্রদূতের অফিশিয়াল কোনো অ্যাকাউন্ট নয়। ঢাকার ইতালিয়ান দূতাবাসের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সূত্র: দূতাবাসের বক্তব্য।


সময়: ২৫ জুলাই দুপুর ১২:০৪ মিনিট

দাবি: ঢাকার হাতিরঝিলে পাওয়া গেছে প্রায় একশ লাশ যা ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে আছে। সূত্র- কালবেলা।

ফ্যাক্ট: জাতীয় দৈনিক কালবেলা এমন কোনো সংবাদ প্রকাশ করেনি। গণমাধ্যমটির অনলাইন বিভাগের প্রধান পলাশ মাহমুদ বিষয়টি রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেছেন। প্রকৃতপক্ষে উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন ঘটনায় রাজধানীর হাতিরঝিল লেক থেকে ১০০ লাশ উদ্ধার করা হয়েছে দাবিতে জাতীয় দৈনিক কালবেলার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করা হয়। যেখানে এসব লাশের উদ্ধার ঘটনায় মৃত্যুর কারণ হিসেবে আত্মহত্যা ও বিচ্ছিন্ন ঘটনায় খুনের বিষয় জড়িত বলে দাবি করা হয়। ঐ ভিডিওর একটি অংশ কাট করে সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে হাতিরঝিল থেকে ১০০ লাশ উদ্ধার করা হয়েছে দাবিতে প্রচার করা হচ্ছে।

সূত্র- গণমাধ্যম


সময়: ২৫ জুলাই দুপুর ১২:০০ মিনিট

দাবি: কোটা সংস্কার আন্দোলনে নিহতের সংখ্যা ৯০০ ছাড়িয়ে গেছে। সূত্র- প্রথম আলো।

ফ্যাক্ট: জাতীয় দৈনিক প্রথম আলো এমন কোনো সংবাদ প্রকাশ করেনি। গণমাধ্যমটির অনলাইন বিভাগের প্রধান শওকত হোসেন মাসুম বিষয়টি রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেছেন। গতকাল ২৪ জুলাই (বুধবার) রাতে প্রথম আলোর অনলাইন বিভাগের প্রধান শওকত হোসেন মাসুম রিউমর স্ক্যানারকে বলেন, “আমরা এ ধরণের তথ্য দিয়ে কোনো সংবাদ প্রকাশ করিনি। আমাদের কাছে থাকা সর্বশেষ তথ্য অনুযায়ী ১৯৭ জন নিহত হয়েছেন।” উল্লেখ্য, আজ ২৫ জুলাই প্রকাশিত প্রথম আলোর প্রিন্ট সংস্করণের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ২০১ জন নিহতের খবর পাওয়া গেছে।

সূত্র- গণমাধ্যম


সময়: ১৮ জুলাই রাত ০৮:৪২ মিনিট

জিজ্ঞাসা: কোটা সংস্কার আন্দোলনের কমপ্লিট শাট ডাউন কর্মসূচীতে আজ কতজন মারা গেছেন?

ফ্যাক্ট: এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর জানা যাচ্ছে। এ নিয়ে এই আন্দোলনে ২১ জনের মৃত্যু দেখলো দেশ।

আজকের নিহত ব্যক্তিদের তালিকা:

১/ মোহাম্মদ তানভীর (ঢাকা) 

২/ সিরাজ (ঢাকা), 

৩/ আসিফ হাসান (ঢাকা), 

৪/ জসিম (ঢাকা) 

৫/ বেসরকারি নর্দান ইউনিভার্সিটির এক শিক্ষার্থী (ঢাকা)

৬/ ইয়ামিন (ঢাকা), 

৭/ মো. জিল্লুর শেখ (ঢাকা)

৮/ দুলাল মাদবর (ঢাকা) 

৯/ মো. ফারহানুল ইসলাম ইসলাম ভূঁইয়া ওরফে ফারহান ফায়াজ (ঢাকা)

১০/ দীপ্ত দে (মাদারীপুর) 

১১/ তাইম (নরসিংদী)

১২/ মেহেদী হাসান (ঢাকা)

১৩/ নাজমুল (ঢাকা)

১৪/ মোহাম্মদ (ঢাকা)

সূত্র: গণমাধ্যম।


সময়: ১৮ জুলাই বিকাল ৪:৫৭ মিনিট

দাবি: বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের সমন্বয় নওমির সাথে আমীর খসরুর ফোনালাপ ফাঁস।

ফ্যাক্ট: কথিত ফোনালাপটি মূলত নিরাপদ সড়ক আন্দোলনের সময়কার। বর্তমানে কোটা সংস্কার আন্দোলনে নওমি নামের কোনো সমন্বয়ক নেই। তাছাড়া, কথিত ফোনালাপের বিষয়টি স্বাধীনভাবে যাচাই যায়নি৷

সূত্র: গণমাধ্যম।


সময়: ১৮ জুলাই বিকাল ৪.৩৫ মিনিট

দাবি: ইউনেস্কো সরকারকে ৭২ ঘণ্টা সময় দিয়েছে। দেশ এবং দেশের পরিস্থিতি ঠিক না হলে সরকারকে বহিষ্কার করা হবে।

ফ্যাক্ট: ইউনেস্কো থেকে এমন কোনো ঘোষণা দেওয়া হয়নি। ১৬ জুলাই জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, তবে তিনি সরকারকে বহিষ্কার করা হবে এমন কোনো মন্তব্য করেননি।

সূত্র: অফিশিয়াল সূত্র বিশ্লেষণ।


সময়: ১৮ জুলাই সকাল ১১:১৫ মিনিট

দাবি: কোটা সংস্কার আন্দোলন নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি।  

ফ্যাক্ট: না, যে পেজ থেকে পোস্টটি করা হয়েছে তা একটি ফ্যান পেজ এবং বাংলাদেশ থেকেই পেজটি পরিচালনা করা হচ্ছে। ইমরান এখন পর্যন্ত বাংলাদেশের এই আন্দোলন নিয়ে কোনো মন্তব্য করেননি।   

সূত্র: পেজ বিশ্লেষণ।


সময়: ১৮ জুলাই সকাল ১০:২৪ মিনিট

দাবি: কোটা সংস্কার আন্দোলন ঘিরে নির্মমতার দৃশ্য।

ফ্যাক্ট: ২০২১ সালে সন্ত্রাসী কর্তৃক এক ব্যক্তিকে কুপিয়ে মারার এই দৃশ্যকে সাম্প্রতিক ফুটেজ দাবিতে প্রচার করা হচ্ছে।  

সূত্র: পুরোনো ভিডিও।


সময়: ১৮ জুলাই রাত ০১:৩০ মিনিট

জিজ্ঞাসা: রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে সংঘর্ষের ঘটনায় কি কেউ মারা গেছেন?

ফ্যাক্ট: হ্যাঁ, সিয়াম নামে এক তরুণ নিহত হয়েছেন। এ নিয়ে এই আন্দোলনে সাতজনের মৃত্যু দেখলো দেশ।

সূত্র: গণমাধ্যম।


সময়: ১৮ জুলাই রাত ১২:৪৩ মিনিট

দাবি: ঢাবির শহীদুল্লাহ হলের কোটা আন্দোলনকারীদের কক্ষ থেকে অস্ত্র উদ্ধার।

ফ্যাক্ট: কোটা সংস্কার আন্দোলনকারীরা গতকাল (১৭ জুলাই) শাবিপ্রবির শাহপরান হলে ছাত্রলীগ নেতা-কর্মীদের কক্ষে তল্লাশি চালিয়েছিল। উক্ত অভিযানের একটি ছবিকেই বর্তমানে ভুয়া দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে। 

সূত্র: ছবির ফটোগ্রাফার


সময়: ১৭ জুলাই রাত ১১:৪৩ মিনিট

দাবি: যাত্রাবাড়ীতে তিন পুলিশ নিহত।  

ফ্যাক্ট: শনির আখড়ায় আজ বুধবার সকাল থেকেই আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে রাতে যাত্রাবাড়ীসহ আশেপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এই ঘটনায় শিশুসহ একাধিক ব্যক্তি আহত হওয়ার ঘটনা ঘটলেও এখন পর্যন্ত নিহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। 

সূত্র: গণমাধ্যম এবং স্থানীয় সূত্র। 


সময়: ১৭ জুলাই রাত ০৯:৪৩ মিনিট

দাবি: ঢাবিতে ছয় জন শিক্ষার্থী নিহত। সূত্র ডেইলি স্টার।

ফ্যাক্ট: ডেইলি স্টার এমন কোনো সংবাদ প্রকাশ করেনি। গণমাধ্যমটির বাংলা বিভাগের প্রধান গোলাম মর্তুজা বিষয়টি রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেছেন। তাছাড়া, আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনায় একাধিক সাংবাদিক ও শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটলেও এখন পর্যন্ত নিহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। 

সূত্র: গণমাধ্যম এবং স্থানীয় সূত্র। 


সময়: ১৭ জুলাই রাত ০৯:২৯ মিনিট

দাবি: ভারতের আলোচিত ইউটিউবার ধ্রুব রাঠি কোটা সংস্কার আন্দোলন নিয়ে এক্সে পোস্ট করেছেন।  

ফ্যাক্ট: যে এক্স পোস্টের বরাতে দাবিটি করা হচ্ছে সেটি একটি প্যারাোডি অ্যাকাউন্ট থেকে করা হয়েছে। এটি যে প্যারাোডি অ্যাকাউন্ট তা অ্যাকাউন্টটিতেই স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। তাছাড়া, কোটা সংস্কার আন্দোলন নিয়ে ধ্রুব রাঠি এখন পর্যন্ত কোনো এক্স পোস্ট বা মন্তব্য করেননি।  

সূত্র: এক্স অ্যাকাউন্ট বিশ্লেষণ।


সময়: ১৭ জুলাই রাত ০৮:৩৩ মিনিট

দাবি: লাখো শিক্ষার্থী আহত, নিহত ১৫ এর বেশি। রংপুরে ৫ জন নিহত.. সোর্স: Channel 24  

ফ্যাক্ট: চ্যানেল২৪ উক্ত দাবিতে কোনো সংবাদ প্রকাশ করেনি। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের একাধিক বিশ্ববিদ্যালয় ও স্থানে সংঘর্ষের ঘটনায় অনেকেই আহত হওয়ার ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কেউ নিহত হননি। এখন অবধি এই আন্দোলনকে কেন্দ্র করে ছয়জন মারা গেছেন। সকলেই গতকাল মারা গেছেন। তাছাড়া রংপুরে নিহত হয়েছেন একজন।

সূত্র: গণমাধ্যম।


সময়: ১৭ জুলাই রাত ০৭:৫৩ মিনিট

দাবি: ঢাবিতে ছয় জন শিক্ষার্থী নিহত।  

ফ্যাক্ট: আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনায় একাধিক সাংবাদিক ও শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটলেও এখন পর্যন্ত নিহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।

সূত্র: গণমাধ্যম ও স্থানীয় সূত্র।


সময়: ১৭ জুলাই বিকাল ০৪:৩৪ মিনিট

দাবি: তানিয়া আক্তার মীম নামে এই শিক্ষার্থী মারা গেছেন।  

ফ্যাক্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থীর নাম সানজিদা আহমেদ তন্নি। তন্নির রাকিব নামে কোনো ভাই নেই৷ তার হাসান নামে এক ভাই আছেন, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। তন্নি বর্তমানে সুস্থ আছেন। তার মারা যাওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

সূত্র: সহপাঠী কর্তৃক রিউমর স্ক্যানারকে দেওয়া স্টেটমেন্ট।


সময়: ১৭ জুলাই সকাল ১০:৪৪ মিনিট

দাবি: গণিত অলিম্পিয়াডের ২০২৪-২৫ কমিটি থেকে ড. মুহম্মদ জাফর ইকবালকে অব্যাহতি দেওয়া হয়েছে।  

ফ্যাক্ট: না, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের ২০২৪-২৫ কমিটি (বর্তমান) থেকে ড. মুহম্মদ জাফর ইকবালকে অব্যাহতি দেওয়া হয়নি। গত জানুয়ারিতে যখন বর্তমান কমিটি ঘোষণা করা হয়, তখন তিনি এই কমিটিতে ছিলেনই না। শুধু জাফর ইকবালই নয়, আ‌রোও ক‌য়েকজন পুরোনো সদস‌্য এই কমিটিতে ছি‌লেন না। ড. ইকবাল সর্বশেষ ২০২৩-২৪ কমিটিতে ছিলেন।

সূত্র: কমিটি সংশ্লিষ্ট দুইজন সদস্য কর্তৃক রিউমর স্ক্যানারকে দেওয়া স্টেটমেন্ট।


সময়: ১৭ জুলাই সকাল ০৯:০৫ মিনিট

দাবি: চট্টগ্রাম থেকে ছাদ থেকে ফেলে দেওয়া ছাত্রলীগ কর্মী ধীমান সেন গুপ্ত মারা গেছেন।  

ফ্যাক্ট: মৃত্যুর খবরটি সঠিক নয়। তবে অবস্থা সংকটাপন্ন।

সূত্র: ধীমানের রাজনৈতিক সহকর্মী।


সময়: ১৭ জুলাই রাত ০২:১১ মিনিট

দাবি: ঢাকা শহরে রেড এলার্ট জারি করেছে।  

ফ্যাক্ট: বিষয়টি ভুয়া। এমন কোনো তথ্য গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে আসেনি।

সূত্র: রিউমর স্ক্যানারের অনুসন্ধান।


সময়: ১৭ জুলাই রাত ০২:০৩ মিনিট

জিজ্ঞাসা: এখন পর্যন্ত কতজন মারা গেছেন?  

ফ্যাক্ট: ছয়জন। সকলেই ১৬ জুলাই মারা গেছেন।

১/ মো. ফারুক (চট্টগ্রাম)

২/ মো. ওয়াসিম (চট্টগ্রাম) 

৩/ ফয়সাল আহমেদ শান্ত (চট্টগ্রাম)

৪/ আবু সাইদ (রংপুর)

৫/ শাহজালাল (ঢাকা)

৬/ সবুজ আলী (ঢাকা)

সূত্র: গণমাধ্যম এবং স্থানীয় সূত্র।


সময়: ১৭ জুলাই রাত ১২:৫৬ মিনিট

দাবি: ছাত্রীদের প্রকাশ্যে গণধর্ষণের হুমকি দিলেন ছাত্রলীগের নেত্রী সঞ্চিতা পাল।  

ফ্যাক্ট: পল্লবী নামের ভারতীয় এক নারীর ছবি ব্যবহার করে ফেসবুকে একটি ভুয়া আইডির মাধ্যমে এই দাবি প্রচার করা হয়েছে। আইডিটি আসল ভেবে ছবির নারীকে নিয়ে ফেসবুকে ব্যাপক সমালোচনা হচ্ছে, যেখানে ভারতীয় এই নারীর সাথে এই আইডির কোনো সম্পৃক্ততাই নেই।

সূত্র: রিউমর স্ক্যানারের ফ্যাক্টচেক।


সময়: ১৬ জুলাই রাত ১১:৫৬ মিনিট

দাবি: কনটেন্ট ক্রিয়েটর লিলিপুট ফারহান ওরফে ফারহান সাদিক আহত হয়েছেন। 

ফ্যাক্ট: লিলিপুট ফারহান নিজেই ফেসবুকে একটি ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তার ওপর হামলার ঘটনার ভিডিও দাবিতে প্রচারিত ভিডিওটিতে প্রদর্শিত ব্যক্তি তিনি নন বরং এটি ভিন্ন ব্যক্তির ভিডিও।

সূত্র: রিউমর স্ক্যানারের ফ্যাক্টচেক।


সময়: ১৬ জুলাই রাত ১১:২২ মিনিট

দাবি: রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (কোথাও দাবি ঢাবির রোকেয়া হল) আজ ২৭ নারী শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছেন। 

ফ্যাক্ট: উক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে আজ এমন কোনো ঘটনা ঘটেনি।

সূত্র: আন্দোলনরত শিক্ষার্থী ও ক্যাম্পাস প্রতিনিধি কর্তৃক রিউমর স্ক্যানারকে দেওয়া স্টেটমেন্ট। 


সময়: ১৬ জুলাই রাত ১০:২৬ মিনিট

দাবি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আগামী ৭২ ঘন্টার জন্যে বন্ধ ঘোষণা করা হয়েছে। 

ফ্যাক্ট: সময় টিভি এমন কোনো সংবাদ প্রকাশ করেনি। সম্পূর্ণ ভিত্তিহীনভাবে গণমাধ্যমটির নাম ব্যবহার করে ভুয়া এই দাবিটি প্রচার করা হচ্ছে।

সূত্র: রিউমর স্ক্যানারের ফ্যাক্টচেক।


সময়: ১৬ জুলাই রাত ১০:২৩ মিনিট

দাবি: রংপুরে আজ সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। ইনডিপেনডেন্ট টিভির প্রতিবেদন

ফ্যাক্ট: আজ রংপুরে আবু সাঈদ নামে একজনই মারা গেছেন। মিতা নামে আরেক শিক্ষার্থীর মৃত্যুর গুজব ছড়ালেও তার পরিবারের পক্ষ থেকে এটিকে ভুয়া বলে নিশ্চিত করা হয়েছে।

সূত্র : তার বড় বোন কর্তৃক রিউমর স্ক্যানারকে দেওয়া স্টেটমেন্ট।


সময়: ১৬ জুলাই রাত ১০:০৫ মিনিট

দাবি: কোটা সংস্কার আন্দোলনে একজন শিক্ষার্থী প্ল্যাকার্ডের ছবিতে ‘আমি কে তুমি কে রাজাকার রাজাকার’ স্লোগান। 

ফ্যাক্ট: মূল ছবিতে প্ল্যাকার্ডে ‘একে তো প্রশ্নফাঁস তার উপরে কোটার বাঁশ’ স্লোগান লেখা ছিল।

সূত্র: মূল ছবি।


সময়: ১৬ জুলাই বিকাল ৫:৫৯ মিনিট

দাবি: ঢাবির ছাত্রছাত্রীদের দেখলেই মনে হয় রাজাকার। জাফর ইকবালের হাতে লেখা কাগজের ছবি।

ফ্যাক্ট: সত্য। এটি তার নিজের লেখা।

সূত্র: জাফর ইকবাল কর্তৃক রিউমর স্ক্যানারকে দেওয়া স্টেটমেন্ট।


সময়: ১৬ জুলাই বিকাল ০৫:৫৬ মিনিট

দাবি: চলমান কোটা সংস্কার আন্দোলনের ঘটনায় ঢাবিতে শিক্ষার্থী এবং ছাত্রলীগ কর্মী নিহত হয়েছে। 

ফ্যাক্ট: ফ্যাক্টচেক প্রকাশ অবধি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ নিহত হয়নি।

সূত্র: রিউমর স্ক্যানারের ফ্যাক্টচেক।


সময়: ১৬ জুলাই দুপুর ০২:১৭ মিনিট

দাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিলের ছবি। 

ফ্যাক্ট: এটি ২০১৩ সালে শাহবাগে যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে সৃষ্ট গণজাগরণ মঞ্চের আন্দোলনের ছবি।

সূত্র: রিউমর স্ক্যানারের ফ্যাক্টচেক।

আরও পড়ুন

spot_img