মেসিকে জড়িয়ে জ্লাতন ইভ্রাহিমোভিচ এর নামে ভুয়া মন্তব্য প্রচার 

সম্প্রতি, সুইডিশ ফুটবলার জ্লাতান ইব্রাহিমোভিচের উক্তি সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। যেখানে দাবি করা হচ্ছে তিনি এক সংবাদ সম্মেলনে বলেছেন, বিশ্বকাপে কোন ডিফেন্ডার মেসিকে আটকাতে পারেনি। কারণ কোন ডিফেন্ডার এর ক্ষমতা নেই পেনাল্টি আটকানোর।

মেসিকে জড়িয়ে

উক্ত দাবিতে ছড়িয়ে পড়া কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সুইডিশ ফুটবলার জ্লাতান ইব্রাহিমোভিচ আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসিকে নিয়ে আলোচিত মন্তব্যটি করেননি বরং কোনোপ্রকার নির্ভরযোগ্য সূত্র ছাড়াই উক্ত তথ্যটি প্রচার করা হচ্ছে।

সূত্রপাত 

ফেসবুকের নিজস্ব মনিটরিং টুল ব্যবহার করে দেখা যায়, গত ৩ জানুয়ারি রাত ৮ টা ৫০ মিনিটে ‘মাটির ব্যাংক প্লাটফর্ম BD!’ নামক গ্রুপে “বিশ্বকাপে কোন ডিফেন্ডার মেসিকে আটকাতে পারেনি।কারণ কোনো ডিফেন্ডার এর ক্ষমতা নেই পেনাল্টি আটকানোর:ইব্রা” শীর্ষক শিরোনামে বাংলা ভাষায় সম্ভাব্য প্রথম পোস্টটি (আর্কাইভ) করা হয়। উক্ত পোস্টে কোনো প্রকার তথ্য সূত্রের উল্লেখ পাওয়া যায়নি। 

Screenshot : Facebook claim post 

পরবর্তীতে আরও অনুসন্ধানে গত ২৮ জানুয়ারি ‘Shakile Ahmmed’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্টে “ বিশ্বকাপে কোন ডিফেন্ডার মেসিকে আটকাতে পারেনি কারণ কোন ডিফেন্ডার এর ক্ষমতা নেই পেনাল্টি আটকানোর: জলাতান ইব্রাহিমোভিচ” শীর্ষক শিরোনামে একটি ফটোকার্ড (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডেও কোনো প্রকার তথ্য সূত্রের উল্লেখ ছিলো না। পরবর্তীতে উক্ত ফটোকার্ডটি ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। 

Screenshot : Facebook Claim Post 

দাবিটির সত্যতা যাচাইয়ে শুরুতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ডিজিটাল ব্যানারটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। পর্যবেক্ষণে দেখা যায়, জ্লাতান ইব্রাহিমোভিচের মন্তব্য সম্বলিত ফটোকার্ডটি ক্রীড়াবিষয়ক বাংলাদেশি অনলাইন সংবাদমাধ্যম প্যাভিলিয়নের ফটোকার্ডের আদলে তৈরি করা। কিন্তু প্যাভিলিয়নের ফেসবুক পেজে উক্ত তথ্য সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।

তবে, প্যাভিলিয়নের ব্যানারের সাথে আলোচ্য ব্যানারের তুলনামূলক পর্যালোচনা করে ব্যবহৃত ফন্টের ভিন্নতা খুঁজে পায় রিউমর স্ক্যানার। এছাড়া ব্যানারটিতে প্যাভিলিয়নের লোগোও নেই।

Image Comparison : Rumor Scanner 

পরবর্তীতে জ্লাতান ইব্রাহিমোভিচের ভেরিফাইড ফেসবুক পেজের বিশ্বকাপের পর থেকে সকল অ্যাক্টিভিটি পর্যালোচনা করে তার এরূপ কোনো বক্তব্য খুঁজে পায়নি রিউমর স্ক্যানার টিম।

পাশাপাশি, জ্লাতান ইব্রাহিমোভিচের ভেরিফাইড ইনস্টাগ্রামটুইটার অ্যাকাউন্টের অ্যাক্টিভিটিও পর্যালোচনা করা হয়। সেখানেও উল্লিখিত বক্তব্যের সত্যতা খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া অনুসন্ধানে জাতীয় কিংবা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে মেসিকে নিয়ে জ্লাতান ইব্রাহিমোভিচের উক্ত মন্তব্য সম্বলিত কোনো সংবাদ বা এরূপ কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

তবে গত ২৫ জানুয়ারি জাতীয় দৈনিক প্রথম আলোতে “মেসির সতীর্থরা আর বিশ্বকাপ জিততে পারবে না’” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়,জ্লাতান ইব্রাহিমোভিচ মেসিকে নিয়ে বলেন, “মেসি সর্বকালের সেরা। আমি নিশ্চিত ছিলাম, সে বিশ্বকাপ জিততে যাচ্ছে।”

মূলত, ২০২২ সালের ডিসেম্বরে ফিফা বিশ্বকাপ-২০২২ অনুষ্ঠিত হয়। এ আসরের বিশ্বকাপ জয় করে লিওনেল মেসির আর্জেন্টিনা। বিশ্বাপের একমাস পর সুইডিশ ফুটবলার জ্লাতান ইব্রাহিমোভিচ মেসিকে নিয়ে ‘বিশ্বকাপে কোন ডিফেন্ডার মেসিকে আটকাতে পারেনি। কারণ কোন ডিফেন্ডার এর ক্ষমতা নেই পেনাল্টি আটকানোর’ শীর্ষক মন্তব্য করেছে দাবিতে একটি তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে তথ্যটিকে ক্রীড়াবিষয়ক বাংলাদেশি অনলাইন সংবাদমাধ্যম প্যাভিলিয়নের ফটোকার্ড নকল করেও প্রচার করতে দেখা যায়।  তবে অনুসন্ধানে দেখা যায়, জ্লাতান ইব্রাহিমোভিচ মেসিকে নিয়ে এ মন্তব্যটি করেননি। কোনোপ্রকার নির্ভরযোগ্য সূত্র ছাড়াই উক্ত তথ্যটি প্রচার করা হচ্ছে। 

প্রসঙ্গত, পূর্বেও জ্লাতান ইব্রাহিমোভিচের নামে প্রচারিত মিথ্যা উক্তির ব্যাপারে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। প্রতিবেদনগুলো দেখুন এখানে,এখানে

সুতরাং, সুইডিশ ফুটবলার জ্লাতান ইব্রাহিমোভিচ মেসিকে নিয়ে “বিশ্বকাপে কোন ডিফেন্ডার মেসিকে আটকাতে পারেনি। কারণ কোন ডিফেন্ডার এর ক্ষমতা নেই পেনাল্টি আটকানোর” শীর্ষক মন্তব্য করেছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img