সম্প্রতি, “লাক্স এখন নতুন রূপে” শীর্ষক শিরোনামে লাক্স সাবানের মোড়কে জায়েদ খানের ছবি সম্বলিত একটি পোস্ট ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমনকিছু কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, লাক্স সাবানের মোড়কে জায়েদ খানের ছবিটি বাস্তব নয় বরং ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে লাক্স সাবানের মোড়কে থাকা গোলাপ ফুলের ছবির স্থলে জায়েদ খানের ছবি বসিয়ে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।
প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে, শ্রীলংকান অনলাইন কেনাকাটার প্রতিষ্ঠান ustore এর ওয়েবসাইটে আলোচিত পণ্যটির মোড়কের সাথে সাদৃশ্যপূর্ণ একটি লাক্স সাবানের মোড়ক খুঁজে পাওয়া যায়।
উক্ত মোড়কের সাথে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত মোড়কের তুলনামূলক পর্যালোচনা করে দেখা যায়, প্রকৃত লাক্স সাবানের মোড়কে কোনো ব্যক্তির ছবি নেই, বরং জায়েদ খানের যে ছবিটি আলোচিত দাবির ছবিতে দেখা যাচ্ছে মোড়কের মূল ছবিতে একই স্থানে একটি গোলাপ ফুল দেখা যাচ্ছে।
এ থেকে স্পষ্টতই প্রতীয়মান হয় যে, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে জায়েদ খানের ছবিটি লাক্স সাবানের মোড়কের গায়ে যুক্ত করা হয়েছে।
এছাড়াও, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে লাক্স সাবানের কোনো বিজ্ঞাপনে চিত্রনায়ক জায়েদ খানের সম্পৃক্ততার বিষয়ে কোনোরূপ তথ্য খুঁজে পাওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত পোস্টগুলোর কমেন্ট সেকশনে লাক্স সাবানের মোড়কের ছবিটিকে বাস্তব ছবি মনে করে একাধিক ব্যক্তি মতামত ব্যক্ত করেছেন।
মূলত, ইউনিভার্সাল কোম্পানির উৎপাদিত লাক্স সাবানের একটি মোড়কে গোলাপ ফুলের ছবি ব্যবহার করে বাজারজাত করা হয়। উক্ত পণ্যের মোড়কে গোলাপ ফুলের স্থানে বাংলাদেশের নায়ক জায়েদ খানের ছবি ডিজিটাল প্রযুক্তির সাহায্যে এডিট করে আলোচিত দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
সুতরাং, লাক্স সাবানের মোড়কে জায়েদ খানের ছবিটি এডিটেড বা বিকৃত।
তথ্যসূত্র
- ustore.lk: Lux Bright Glow Body Soap 100g
- Rumor Scanner’s own investigation