এশিয়া কাপে বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ প্রসঙ্গে জাকের আলীকে জড়িয়ে ভুয়া মন্তব্য প্রচার

গত ২৫ সেপ্টেম্বর রাতে এশিয়া কাপ সুপার ফোরের পঞ্চম ম্যাচে পাকিস্তান বনাম বাংলাদেশের খেলা অনুষ্ঠিত হয়। উক্ত ম্যাচে বাংলাদেশ পাকিস্তানের কাছে ১১ রানের হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। ম্যাচটিতে বাংলাদেশের আপাতকালীন অধিনায়ক ছিলেন জাকের আলী অনিক।

এরই প্রেক্ষিতে সম্প্রতি ‘আমরা হেরেছি কারণ আমাদের প্রতিপক্ষ দল ম্যাচ জিতেছে, ক্রিকেটে দুটি দল একই ম্যাচে জিততে পারে না, পাকিস্তান জিতেছে তাই আমরা হেরেছি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জাকের আলী’ শিরোনামে জাকের আলী অনিকের ছবিযুক্ত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে৷ 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জাকের আলী অনিক এমন কোনো বক্তব্য দেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া মন্তব্যকে আসল মন্তব্য দাবিতে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। 

এ বিষয়ে অনুসন্ধানে ‘Cricket Sarcasm Memes Extras’ নামক ফেসবুক পেজে গত ২৬ সেপ্টেম্বর প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। 

Screenshot: Facebook 

উক্ত পোস্টের ক্যাপশন- ‘Jaker ali Ali on Press conference after the Match: We lose because our opponent team won the match, In cricket 2 team can’t win in same Match, Pakistan won that’s why we lose.’ এর বঙ্গানুবাদ ‘আমরা হেরেছি কারণ আমাদের প্রতিপক্ষ দল ম্যাচ জিতেছে, ক্রিকেটে দুটি দল একই ম্যাচে জিততে পারে না, পাকিস্তান জিতেছে তাই আমরা হেরেছি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জাকের আলী’ যার সাথে আলোচিত দাবির বক্তব্যটির মিল রয়েছে। 

‘Cricket Sarcasm Memes Extras’ পেজের অ্যাবাউট সেকশনে উল্লেখ রয়েছে, এখানে ক্রিকেট সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট করা হয়। অর্থাৎ, এটি মূলত একটি সার্কাজম পেজ।

প্রতিবেদন লেখার সময় পেজটির বিষয়ে আরও খোঁজ নেওয়া হলে দেখা যায়, বর্তমানে ‘Cricket Sarcasm Memes Extras’ পেজটি অপ্রকাশিত রয়েছে।

Cricket Sarcasm Memes Extras এর পোস্টে থাকা জাকের আলী অনিকের ছবিটির বিষয়ে যাচাই করে দেখা যায়, এটি গত ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত এশিয়া কাপ সুপার ফোরের চতুর্থ ম্যাচ, ভারত বনাম বাংলাদেশের ম্যাচটির পর সংবাদ সম্মেলনে জাকের আলী অনিক বক্তব্যের ভিডিও থেকে নেওয়া একটি স্ক্রিনশট। 

উক্ত বক্তব্যে তিনি বাংলাদেশের পরাজয় ও পাকিস্তানের জয় বিষয়ক আলোচিত মন্তব্যটি করেননি। 

তাছাড়া, ওই সংবাদ সম্মেলনটি আলোচিত পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচেরর পূর্বে অনুষ্ঠিত হয়। 

এশিয়া কাপ ২০২৫ এর সুপার ফোরে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচটিতে ম্যাচ পরবর্তী পুরষ্কার বিতরণী অনুষ্ঠানেক বাংলাদেশের আপাতকালীন অধিনায়ক জাকের আলি বলেছেন, “ব্যাটিং ব্যর্থতাই তাদের হারের মূল কারণ। ভারতের বিপক্ষে আগের ম্যাচেও একই সমস্যা দেখা দিয়েছিল।”

জাকের মনে করেন, “বোলিং ইউনিট ভালো করেছে। বিশেষ করে রিশাদ হোসেন ও তাসকিন আহমেদ প্রশংসনীয় পারফরম্যান্স দেখিয়েছেন। ব্যাট হাতে সাইফ হাসান আলাদা করে নজর কেড়েছেন, কিন্তু তার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিলো না।”

ওই সময় তাকে আলোচিত দাবির মন্তব্যটি করতে দেখা যায়নি। 

এছাড়া, বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জাকের আলী অনিকের উপস্থিতি দেখা যায়নি। ওই সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের পক্ষ থেকে দলটির কোচ ফিল সিমন্স উপস্থিত ছিলেন। 

গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি। 

সুতরাং, এশিয়া কাপ ২০২৫ এ বাংলাদেশের সর্বশেষ ম্যাচে পাকিস্তানের কাছে বাংলাদেশের পরাজয়ের বিষয়ে জাকের আলী অনিকে উদ্ধৃত করে প্রচারিত দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img