শুক্রবার, সেপ্টেম্বর 22, 2023
spot_img

ফাইনাল ম্যাচের পেনাল্টি শ্যুটআউটকে ফিফার ফিক্সিং দাবি করার তথ্যটি ব্যঙ্গাত্মক

সম্প্রতি ‘#ব্রেকিং_নিউজ,ফাইনাল ম্যাচের পেনাল্টি শুট আউট টা ফিক্সিং বলে দাবি করেছে ফিফা সংস্থা…যদি প্রমাণ হয় তাহলে শাস্তি পেতে পারে আর্জেন্টিনা এবং ফ্রান্সের অনেক প্লেয়াররা।‘ শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ফাইনাল ম্যাচের পেনাল্টি শুট আউটকে ফিফা কর্তৃক ফিক্সিং দাবি ও এজন্য আর্জেন্টিনা এবং ফ্রান্সের খেলোয়াড়দের সম্ভাব্য শাস্তির মুখোমুখি হওয়ার তথ্যটি সঠিক নয় বরং এটি ফ্রান্স-আর্জেন্টিনার ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ব্যঙ্গাত্মকভাবে প্রচার করা হচ্ছে।

তথ্যটির সত্যতা যাচাইয়ে ফিফা কর্তৃক সদ্য সমাপ্ত ফাইনাল ম্যাচের পেনাল্টি শুট আউটকে সংস্থাটির ফিক্সিং দাবি করা নিয়ে ফিফার অফিসিয়াল ওয়েবসাইট, জাতীয় ও আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে এ সংক্রান্ত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

পরের ধাপে তথ্যটির উৎস অনুসন্ধানে ফেসবুকের নিজস্ব মনিটরিং টুল ব্যবহার করে দেখা যায়, ১৯ ডিসেম্বর দুপুর ১২ টা ২২ মিনিটে Frequently Ask Questions-FAQBD (আর্কাইভ) নামের একটি ফেসবুক গ্রুপে Alham Rabby নামে একটি একাউন্ট থেকে সর্বপ্রথম এই সংক্রান্ত প্রথম পোস্ট করা হয়।

পোস্টটিতে উল্লেখ করা হয়, তথ্যের উৎস মন্তব্যবক্সে রয়েছে।

পরবর্তীতে মন্তব্যবক্স যাচাই করে দেখা যায় তথ্যের উৎস হিসেবে উল্লেখ করা হয়েছে, “আমি জানি তুমি ব্রাজিল সাপোর্টার মনে মনে অনেক খুশি হয়েছিলে তাই না। চুপচাপ গর্তে ঢুকে পড়ো এবং চার বছর পরে আবার হেক্সামিশন নিয়ে চিল্লাচিল্লি কইরো।”

অর্থাৎ ফাইনাল ম্যাচের পেনাল্টি শুট আউটকে ফিফা কর্তৃক ফিক্সিং দাবি ও এজন্য আর্জেন্টিনা এবং ফ্রান্সের খেলোয়াড়দের শাস্তির মুখোমুখি হওয়ার তথ্যের সূত্রটি সম্পূর্ণ ভিত্তিহীন।

পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই তথ্যটিই উল্লেখিত তথ্যসূত্র দিয়ে ছড়িয়ে পড়ে।

মূলত, গত ১৮ ডিসেম্বর ফ্রান্স-আর্জেন্টিনার মধ্যকার ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামে কাতার ২০২২ ফুটবল বিশ্বকাপের। কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত ঐ ম্যাচ নির্ধারিত সময়ের খেলায় ৩-৩ গোল সমতায় শেষ হলে পেনাল্টি শ্যুট আউটে গড়ায়৷ পেনাল্টি শ্যুট আউটে আর্জেন্টিনা ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জিতে নেয়। এই পেনাল্টি শ্যুট আউট নিয়ে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা থেকে কোনো অভিযোগ না তুললেও বাংলাদেশে ফেসবুকে ফাইনাল ম্যাচের পেনাল্টি শুট আউটকে ফিফা কর্তৃক ফিক্সিং দাবি ও এজন্য আর্জেন্টিনা এবং ফ্রান্সের খেলোয়াড়দের সম্ভাব্য শাস্তির মুখোমুখি হওয়ার দাবিতে প্রচার করা হচ্ছে৷ তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, এটি হাস্যরসাত্মক হিসেবেই প্রচার করা হচ্ছে।

সুতরাং, ফাইনাল ম্যাচের পেনাল্টি শুট আউটকে ফিফা কর্তৃক ফিক্সিং দাবি ও এজন্য আর্জেন্টিনা এবং ফ্রান্সের খেলোয়াড়দের সম্ভাব্য শাস্তির মুখোমুখি হওয়ার তথ্যটি ব্যঙ্গাত্মক।

তথ্যসূত্র

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img