সম্প্রতি “আর্জেন্টিনা বিশ্বকাপ জেতায় ৩৬ বছর পর বিয়ে করেছেন নাটোরের নুনু মিয়া” শীর্ষক শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আর্জেন্টিনা বিশ্বকাপ জেতায় নুনু মিয়ার ৩৬ বছর পর বিয়ে করার ছবি দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয় বরং উক্ত ছবিটি ২০১৫ সাল থেকেই অনলাইনে প্রচার হয়ে আসছে।
অনুসন্ধানে আর্জেন্টিনার বিশ্বকাপ জেতায় নাটোর কিংবা দেশের কোনো স্থানেই এই ধরনের বিয়ের খবর পাওয়া যায়নি।
পরবর্তীতে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ফেসবুকে ‘Divorced women Bd’ নামক একটি গ্রুপে ‘Sumon Hawladar’ নামক একটি অ্যাকাউন্ট থেকে ২০১৯ সালের ৪ জুন প্রকাশিত একটি পোস্টে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।

তবে উক্ত পোস্টের ক্যাপশনে ছবি সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি।
পরবর্তীতে অনুসন্ধানে ‘a Bengali in T.O.’ নামক একটি ব্লগস্পট সাইটে ২০১৫ সালের ১৬ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনে (আর্কাইভ) উক্ত ছবিটি খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনে উক্ত ছবির উৎস সম্পর্কে বলা হয়, “আমি সম্প্রতি আমার ফেসবুক ফিডে এই ছবিটি দেখেছি যার সাথে একটি ক্যাপশন “কী লজ্জা”।” ছবির বিষয়ে প্রতিবেদনে আর কোনো তথ্য পাওয়া যায়নি।

অর্থাৎ, ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনা ৩৬ বছর পর বিশ্বকাপ জেতায় নাটোরের নুনু মিয়ার বিয়ের পিঁড়িতে বসার দাবিতে প্রচারিত ছবিটি বর্তমান সময়ের নয়।
গুজবের সূত্রপাত কীভাবে?
এডভান্স সার্চ পদ্ধতির মাধ্যমে ফেসবুকে গত ১৯ ডিসেম্বর ‘Rabby’ নামক একটি পেজে প্রথম আলোচিত পোস্টটি (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।

এই পোস্টের বিষয়ে জানতে উক্ত পেজের এডমিনের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম।
তিনি রিউমর স্ক্যানারকে জানান, মজা করার উদ্দেশ্যে তিনি পোস্টটি করেন। একই ধরনের ভিন্ন ঘটনার একটি পোস্ট কপি করে সেখানে নুনু মিয়া নামে কাল্পনিক একজন ব্যক্তির নাম এবং ইন্টারনেট থেকে উক্ত ছবি সংগ্রহ করে তিনি পোস্টটি করেন।
রিউমর স্ক্যানার টিমের সাথে কথা বলার পর জনাব রাব্বি তার পোস্ট এডিট করে ছবিটি সরিয়ে ফেলেছেন এবং পোস্টে অতিরিক্ত আরেকটি লাইন সংযুক্ত করে লিখেছেন, “পোস্টটি নিছক মজা করার উদ্দেশ্যে দেয়া, কেউ সিরিয়াসলি নিবেন না – Thanks।”

মূলত, গত ১৮ ডিসেম্বর কাতার ফুটবল বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে ১৯৮৬ সালে বিশ্বকাপ জয়ের ৩৬ বছর পর তৃতীয়বারের মতো শিরোপা জিতে নেয় আর্জেন্টিনা। এর পরিপ্রেক্ষিতেই আর্জেন্টিনা বিশ্বকাপ জেতায় ৩৬ বছর পর বিয়ের পিঁড়িতে বসার দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নাটোরের নুনু মিয়া নামে জনৈক বয়স্ক এক ব্যক্তির একটি বিয়ের ছবি প্রচার করা হয়। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত বিয়ের ছবিটি ২০১৫ সাল থেকেই বিভিন্ন সময়ে প্রচার হয়ে আসছে। এছাড়া আর্জেন্টিনা বিশ্বকাপ জেতায় নাটোরে এমন কোনো বিয়ের তথ্যও রিউমর স্ক্যানারের অনুসন্ধানে পাওয়া যায়নি। তাছাড়া, এ বিষয়ে প্রথম পোস্টদাতা ব্যক্তিও স্বীকার করেছেন যে একই ধরনের ভিন্ন ঘটনার একটি পোস্ট কপি করে সেখানে নুনু মিয়া নামে কাল্পনিক একজন ব্যক্তির নাম এবং ইন্টারনেট থেকে উক্ত ছবি সংগ্রহ করে তিনি পোস্টটি করেন।
সুতরাং, আর্জেন্টিনা ৩৬ বছর পর বিশ্বকাপ জেতায় নাটোরের নুনু মিয়ার বিয়ে করার ছবি দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- a Bengali in T.O. : Shaming “Child” Marriage
- Sumon Hawladar: Group Post