সম্প্রতি ‘শপথ নিয়েছিলেন আর্জেন্টিনা জিতলে তবেই বিয়ে করবেন। সে অপেক্ষায় ৩৬ বছর পেরিয়ে গেছে। অবশেষে ২০২২ বিশ্বকাপ জিতে নিলো আর্জেন্টিনা। খবর পেয়ে আজ সকালে বিয়ের পিড়িতে বসেছেন গাইবান্ধার আব্দুল লতিফ।‘ শীর্ষক শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনা ৩৬ বছর পর বিশ্বকাপ জেতায় বিয়ের পিঁড়িতে বসার ছবি দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয় বরং উক্ত ছবিটি ২০১৬ সাল থেকেই বিভিন্ন দাবিতে প্রচার হয়ে আসছে।
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ভারতীয় গণমাধ্যম AP Live এ ২০১৭ সালের পহেলা জুন “Viral Sach: Did a 20-year- old girl marry a 75-year-old man at MP Govt’s mass wedding ceremony?” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনটি থেকে জানা যায়, একজন বৃদ্ধের সঙ্গে এক কিশোরীর বিয়ের যে ছবিটি ভারতের মধ্য প্রদেশের একটি গণ বিয়ের ছবির দাবিতে প্রচার হচ্ছে, তা প্রকৃতপক্ষে ভারতের নয়৷ বরং ছবিটি ২০১৬ সালের ১৯ মার্চ একটি বাংলাদশি ওয়েবসাইটে প্রচার করা হয়েছিল।
পরবর্তীতে আরও অনুসন্ধানে ২০১৭ সালের ১৪ আগস্ট OkXxxxx (আর্কাইভ) নামের একটি ফেসবুক পেজেও আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।
তবে দেখা যায়, এই পোস্টটিতে ছবিটি নিয়ে কোনো তথ্য প্রদান করা হয়নি।
অর্থাৎ, ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনা ৩৬ বছর পর বিশ্বকাপ জেতায় বিয়ের পিঁড়িতে বসার দাবিতে প্রচারিত ছবিটি বর্তমান সময়ের নয়।
মূলত, গত ১৮ ডিসেম্বর কাতার ফুটবল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ফ্রান্সকে টাইব্রেকার ৪-২ গোলে হারিয়ে ১৯৮৬ বিশ্বকাপ জয়ের ৩৬ বছর পর তৃতীয়বারের মতো শিরোপা জিতে নেয়। এর পরিপ্রেক্ষিতেই আর্জেন্টিনা বিশ্বকাপ জেতায় ৩৬ বছর পর বিয়ের পিঁড়িতে বসার দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গাইবান্ধার আব্দুল লতিফ নামে জনৈক বয়স্ক এক ব্যক্তির একটি বিয়ের ছবি প্রচার করা হয়। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত বিয়ের ছবিটি ২০১৬ সাল থেকেই বিভিন্ন সময়ে প্রচার হয়ে আসছে। এছাড়া আর্জেন্টিনা বিশ্বকাপ জেতায় গাইবান্ধায় এমন কোনো বিয়ের তথ্যও রিউমর স্ক্যানারের অনুসন্ধানে পাওয়া যায়নি।
সুতরাং, আর্জেন্টিনা ৩৬ বছর পর বিশ্বকাপ জেতায় বিয়ের পিঁড়িতে বসার ছবি দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- AP Live: Viral Sach: Did a 20-year- old girl marry a 75-year-old man at MP Govt’s mass wedding ceremony?
- OkXxxxx_Facebook: OkXxxxx (আর্কাইভ)