ওয়াসিম আকরাম ক্রিকেট ছেড়ে অভিনয়ে যোগ দেওয়া সংক্রান্ত মন্তব্যটি তামিমকে উদ্দেশ্য করে বলেননি 

সম্প্রতি, “ওকে বলে দিন ক্রিকেট ছেড়ে অভিনয়ে যোগ দিতে”- শীর্ষক মন্তব্যটি পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম বাংলাদেশের ওপেনার তামিম ইকবালের উদ্দেশ্যে করেছেন দাবিতে আরটিভির ফটোকার্ডের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

ওয়াসিম আকরাম

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম “ওকে বলে দিন ক্রিকেট ছেড়ে অভিনয়ে যোগ দিতে”- শীর্ষক মন্তব্যটি বাংলাদেশের ওপেনার তামিম ইকবালকে উদ্দেশ্য করে করেননি বরং পাকিস্তানের ব্যাটার আব্দুল্লাহ শফিককে উদ্দেশ্য করে বলা তার এই মন্তব্যকে বিভ্রান্তিকরভাবে তামিমের নাম জড়িয়ে প্রচার করা হচ্ছে।  

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ড পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে বেসরকারি টেলিভিশন আরটিভির ডিজাইন সম্বলিত এবং উক্ত ফটোকার্ডটি প্রচারের তারিখ ০৯ মার্চ, ২০২৪ উল্লেখ রয়েছে। 

Screenshot: Facebook Claim Post 

এর সূত্র ধরে অনুসন্ধানে আরটিভির ফেসবুক পেজে গত ০৯ মার্চ প্রকাশির একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

Screenshot: Rtv Facebook Page

উক্ত ফটোকার্ডটির সাথে আলোচিত ফটোকার্ডটির মিল রয়েছে। 

আরটিভির পোস্টের কমেন্ট বক্সে থাকা প্রতিবেদন থেকে জানা যায়, চলমান পিএসএলে ইমাদ ওয়াসিমের সাধারণ এক ক্যাচ নিয়ে উদযাপন করায় আব্দুল্লাহ শফিকের উপর চটে বসেন ওয়াসিম আকরাম। 

এক সাক্ষাৎকারে ওয়াসিম আকরাম শফিককে উদ্দেশ্য করে বলেন, ‘সেগুলোর ব্যাপারে কী বলবে। এক ক্যাচ ধরেই সে চুপ থাকতে বলে দিল! ওকে কেউ বলে দিন, ওর আসলে ক্রিকেট ছেড়ে নাটকে নাম লেখানো উচিত।’

পরবর্তীতে এ বিষয়ে অনুসন্ধানে খেলাধুলা ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম OneCricket এর ওয়েবসাইটে গত ০৮ মার্চ “‘Drama Karo…’ – Wasim Akram Slams Abdullah Shafique’s Ultra-Aggressive Celebration” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।

পাশাপাশি, একই তথ্যে সংবাদ প্রকাশ করেছে WISDEN, CricFolks এবং INSIDE SPORT

অর্থাৎ, ওয়াসিম আকরাম বাংলাদেশের ওপেনার তামিম ইকবালকে উদেশ্য করে উক্ত মন্তব্য করেননি। 

মূলত, চলমান পাকিস্তান প্রিমিয়ার লিগে (পিএসএল) পাকিস্তানের ক্রিকেটার ইমাদ ওয়াসিমের সাধারণ এক ক্যাচ নিয়ে বেশ উদযাপন করেন পাকিস্তানের আরেক ব্যাটার আব্দুল্লাহ শফিক। এই উদযাপন দেখে চটেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। সম্প্রতি, এক সাক্ষাৎকারে তিনি আব্দুল্লাহ শফিককে উদ্দেশ্য করে বলেন, ‘ওকে কেউ বলে দিন, ওর আসলে ক্রিকেট ছেড়ে নাটকে নাম লেখানো উচিত।’ পরবর্তীতে ওয়াসিম আকরাম উক্ত মন্তব্যটি তামিম ইকবালকে উদ্দেশ্য করে করেছেন দাবিতে ছড়িয়ে পড়ে। 
সুতরাং, “ওকে বলে দিন ক্রিকেট ছেড়ে অভিনয়ে যোগ দিতে” শীর্ষক মন্তব্যটি ওয়াসিম আকরাম তামিম ইকবালের উদ্দেশ্যে করেছেন দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img