ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ০৫ আগস্ট ক্ষমতা হারায় শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা আশ্রয় নেন ভারতে। শেষ খবর পাওয়া পর্যন্ত তার অবস্থান ভারতেই বলে জানা যাচ্ছে। সম্প্রতি, মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অফ আমেরিকায় প্রকাশিত একটি প্রতিবেদনকে সূত্র হিসেবে দেখিয়ে দেশের কতিপয় গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে, “শেখ হাসিনা শীঘ্রই দেশে ফিরতে পারেন।” গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, “আওয়ামী লীগের এক সিনিয়র নেতার বরাতে তারা (ভয়েস অফ আমেরিকা) জানায়, শিগগিরই দেশে ফিরে এসে অন্তবর্তীকালীন সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করতে পারে পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।”
উক্ত দাবিতে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন মানবকণ্ঠ, দৈনিক আমাদের সময়, সময়ের কণ্ঠস্বর, জনকণ্ঠ।
একই দাবিতে ফেসবুকের কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনা শীঘ্রই দেশে ফিরতে পারেন এমন তথ্য ভয়েস অফ আমেরিকা দিয়েছে শীর্ষক দাবিটি সঠিক নয় বরং আলোচিত প্রতিবেদনে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করা এবং বিক্ষোভের পরিকল্পনা করছে বলে জানানো হলেও উক্ত দাবিতে কোনো তথ্যের অস্তিত্ব মেলেনি।
এ বিষয়ে অনুসন্ধানে ভয়েস অফ আমেরিকার ওয়েবসাইটে গত ২৫ অক্টোবর “Party of ousted Bangladeshi PM Hasina plans protests” শিরোনামে প্রকাশিত আলোচিত প্রতিবেদনটি খুঁজে পাওয়া যায়। গণমাধ্যমটি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পরিচয় দেওয়া সফিউল আলম চৌধুরী নামে এক ব্যক্তির সাক্ষাৎকারের ভিত্তিতে এই প্রতিবেদনে জানায়, দলটি তাদের রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করা এবং বিক্ষোভের পরিকল্পনা করছে।
এই নেতা জানান, ‘আমরা নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করছি। সমমনা দলগুলোকে নিয়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলন করবো।’
দুই সপ্তাহ থেকে এক মাসের মধ্যেই তারা আন্দোলন শুরু করবেন বলে মার্কিন সংবাদমাধ্যমটি উক্ত ব্যক্তির বরাতে জানিয়েছে।
তবে প্রতিবেদনের কোনো অংশেই ওই ব্যক্তিকে উদ্ধৃত করে বা নিজস্ব মত হিসেবে ভয়েস অফ আমেরিকা শেখ হাসিনার ফেরা প্রসঙ্গ কোনো তথ্য উল্লেখ করেনি।
রিউমর স্ক্যানার ইন্টারনেট আর্কাইভ ব্যবহার করে প্রতিবেদনটির পূর্ববর্তী সংস্করণগুলো যাচাই করেও উক্ত দাবিতে কোনো তথ্য উল্লেখ পায়নি।
ভয়েস অফ আমেরিকা তাদের এই প্রতিবেদনে আলোচিত দাবিতে কোনো তথ্য উল্লেখ না করলেও শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি তিনি ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই আলোচনায়। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হলে এবং অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিলে শেখ হাসিনা দেশ ফিরবেন বলে গত আগস্টে জানান তার ছেলে সজীব ওয়াজেদ জয়। যদিও এর আগে এক সাক্ষাৎকারে জয় বলেছিলেন, তার নিজের বা শেখ পরিবারের কারও রাজনীতিতে ফিরে আসার আর সম্ভাবনা নেই। বিভিন্ন সময়ে কথিত ফোনালাপের বরাতেও তিনি দেশে ফিরে আসবেন শীর্ষক দাবি গণমাধ্যমে প্রচার করা হয়েছে। তাছাড়া, শেখ হাসিনাকে অবিলম্বে দেশে ফিরিয়ে আইনের আওতায় এনে সাজা দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানানোর খবরও এসেছে গণমাধ্যমে।
সুতরাং, শেখ হাসিনা শিগগিরই দেশে ফিরতে পারেন বলে সম্প্রতি এক আওয়ামী লীগ নেতার বরাতে জানিয়েছে ভয়েস অফ আমেরিকা শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Voice Of America: Party of ousted Bangladeshi PM Hasina plans