সম্প্রতি শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্বে যুক্তরাষ্ট্রের জাতীয় দলের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ দল। বাংলাদেশ সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে যাওয়ার প্রেক্ষিতে ভারতের ক্রিকেটার ভিরাট কোহলি লাইভে এসে বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধ করার কথাসহ নানা নেতিবাচক মন্তব্যের করেছেন দাবিতে দুইটি ভিডিও শর্ট ভিডিও প্লাটফর্ম টিকটকে প্রচার করা হয়েছে।
Tamimian_messi03 (আর্কাইভ) নামে একটি টিকটক অ্যাকাউন্ট থেকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)। এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি এই ভিডিওটি দেখা হয়েছে প্রায় ১ লক্ষ ৬৯ হাজার বার।
একই ভিডিও ইউটিউবে দেখুন এখানে (আর্কাইভ)।
Ashik33200 (আর্কাইভ) নামে একটি টিকটক অ্যাকাউন্ট থেকে প্রচারিত অপর ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)। এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি ভিডিওটি দেখা হয়েছে প্রায় ৩২ হাজার বার।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে হারার পর লাইভে এসে ভিরাট কোহলি বাংলাদেশকে নিয়ে কোনো মন্তব্য করেননি বরং, ২০২০ সালে কোহলি ও তামিম ইকবালের একটি লাইভ ভিডিওর ফুটেজ ব্যবহার করে উক্ত দাবিটি প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত প্রথম ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে ভিরাট কোহলির একটা ভিডিও দেখিয়ে বলা হয়, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের এমন লজ্জাজনক হার নিয়ে মন্তব্য করতে বিন্দুমাত্র ভোলেননি ভিরাট কোহলি। তাই তো লাইভে এসে তিনি বলেন, ‘বাংলাদেশ শুধু জিম্বাবুয়ের সাথেই বাঘ। সামান্য একটি দল যে কিনা জিম্বাবুয়ের ধারে কাছেও নেই তার সাথেও এমন লজ্জাজনক হার ওরা নাকি আবার আমাদের সাথে প্রস্তুতি ম্যাচ খেলবে। ভিরাট কোহলি আরও বলেন, ‘বাংলাদেশি ব্যাটসম্যানদের যা অবস্থা তাতে করে প্রথম রাউন্ডে সব ম্যাচ হেরে দেশে ফিরে যাইতে হবে ।
তবে ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। আমরা যাচাই করে দেখেছি, কোহলির এই দুইটি ভিডিওর ফুটেজই তামিম ইকবালের ইউটিউব চ্যানেল ‘Tamim Iqbal’-এ ২০২০ সালের ১৮ মে ‘#TI28 Tamim Iqbal Live with Virat Kohli’ শীর্ষক শিরোনামে প্রচারিত একটি লাইভ ভিডিওতে খুঁজে পাওয়া যায়।
ভিডিওটি থেকে জানা যায়, মূলত করোনাকালীন সময় তামিম ইকবাল কোহলিকে নিয়ে তার ইউটিউব চ্যানেলে উক্ত লাইভ ভিডিওটি প্রচার করেন। লাইভে তারা সেসময়ের করোনা পরিস্থিতি এবং ক্রিকেটের নানা বিষয় নিয়ে আলোচনা করেন। যার সাথে আলোচিত দাবির কোনো প্রকার সম্পর্ক নেই।
এছাড়া, সম্প্রতি ভিরাট কোহলিকে বাংলাদেশ দল বিষয়ে কোনো মন্তব্য বা তাকে কোনো প্লাটফর্মে লাইভ ভিডিওতে দেখা যায়নি।
মূলত, চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্বে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ হারে বাংলাদেশ। এরই প্রেক্ষিতে লাইভে এসে ভারতীয় ক্রিকেটার ভিরাট কোহলি বাংলাদেশকে নিষিদ্ধ করাসহ নেতিবাচক মন্তব্যে করেছেন দাবিতে ইন্টারনেটে দুটি ভিডিও প্রচার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, সম্প্রতি লাইভে এসে বাংলাদেশকে নিয়ে কোহলি এমন কোনো মন্তব্য করেনি। প্রকৃতপক্ষে, করোনাকালীন সময়ে ক্রিকেটার তামিম ইকবাল তার ইউটিউব চ্যানেলে বিভিন্ন সময় বিভিন্ন ক্রিকেটারদের নিয়ে লাইভে এসে নানা বিষয়ে আড্ডা দিতেন। এরই প্রেক্ষিতে তিনি কোহলিকে নিয়েও তার ইউটিউব চ্যানেলে একটি লাইভ করেন। সম্প্রতি, যুক্তরাষ্ট্রের সাথে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ হারার পর উক্ত লাইভ ভিডিওর শুধুমাত্র কোহলির কিছু অংশ ব্যবহার করে আলোচিত ভিডিও দুটি তৈরি করে ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
সুতরাং, যুক্তরাষ্ট্রের সাথে হারার পর লাইভে এসে বাংলাদেশ দলকে নিয়ে নেতিবাচক মন্তব্য করার দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Tamim Iqbal Youtube: #TI28 Tamim Iqbal Live with Virat Kohli
- Rumor Scanner Own Analysis