সম্প্রতি, ফুটবলার সার্জিও রামোসের ইন্সটাগ্রাম প্রোফাইলের একটি পোস্টে ক্রিস্টিয়ানো রোনালদোর কমেন্ট ও রামোসের রিপ্লাই সম্বলিত একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
ফেসবুকে প্রচারিত এসব পোস্টে যা দাবি করা হচ্ছে
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এসব পোস্টে দেখা যায়, You need a zero to catch me লিখে ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো রামোসের একটি পোস্টে মন্তব্য করেছেন। একই মন্তব্যের বিপরীতে সার্জিও রামোসের আইডি থেকে কমেন্ট করা হয়, you need a world cup to catch me.
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখাযায়, সার্জিও রামোসের ইন্সটাগ্রাম পোস্টে ক্রিশ্চিয়ানো রোনালদোর মন্তব্যের বিপরীতে রামোসের উত্তর সম্বলিত স্ক্রিনশটটি এডিটেড। প্রকৃতপক্ষে রোনালদোর করা মন্তব্যের রিপ্লাইয়ে রামোসের করা উত্তরটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এডিট করে উক্ত দাবিতে প্রচার করা হচ্ছে।
এ নিয়ে অনুসন্ধানের শুরুতে গত ১৬ আগস্ট সার্জিও রামোসের ভেরিফায়েড ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া পোস্টটি পর্যালোচনা করে রিউমর স্ক্যানার টিম। ।
পর্যালোচনায় দেখা যায়, সার্জিও রামোসের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টটি সম্প্রতি ৬০ মিলিয়ন ফলোয়ারের মাইলফলক স্পর্শ করায় তিনি তার ফলোয়ারদের সাথে ভালোবাসা বিনিময়ের লক্ষ্যে একটি ফুটবল বুট গিভ অ্যাওয়ে ক্যাম্পেইন নিয়ে পোস্ট করেন।
অনুসন্ধানে দেখা যায়, উক্ত পোস্টে ক্রিস্টিয়ানো রোনালদোর করা মন্তব্যটি রয়েছে। রোনালদোর করা এই মন্তব্যটির ইংরেজি অনুবাদ দাঁড়ায়, ‘You need a zero to catch me.’
তবে আলোচিত স্ক্রিনশটে সার্জিও রামোসের যে উত্তরটি দেখা যাচ্ছে তা উক্ত পোস্টে নেই। তার পরিবর্তে সার্জিও রামোসের ভিন্ন উত্তর দেখতে পাওয়া যায়।
যার ইংরেজি অনুবাদ “Don’t be too confident Cris. Specialist in comebacks… minute 93 & more hahaha. By the way remember to participate, you have to use the #SR60.”
তবে সার্জিও রামোস পূর্বে মন্তব্য করে সেটি মুছে নতুন মন্তব্য করতে পারেন এমন সন্দেহ থেকে স্ক্রিনশটটি নিয়ে অধিকতর যাচাই করে রিউমর স্ক্যানার টিম।
এ নিয়ে অনুসন্ধানে The CR7 Timeline. নামের একটি ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে গত ১৭ আগস্ট ‘Sergio Ramos responds to Cristiano Ronaldo reply to his 60 Million follower post.’ শীর্ষক শিরোনামে প্রচারিত একটি টুইট খুঁজে পাওয়া যায়।
পোস্টটি বিশ্লেষণ করে দেখা যায়, আলোচিত স্ক্রিনশটির সাথে উক্ত পোস্টের সাথে যুক্ত স্ক্রিনশটির সময়, এনগেজমেন্ট সবকিছুর হুবহু মিল রয়েছে। অর্থাৎ উক্ত স্ক্রিনশটটিতে সার্জিও রামোসের করা রিপ্লাইটিও ৫৩ মিনিট আগে এবং এর লাইক সংখ্যা ও ভাইরাল স্ক্রিনশটটির লাইক সংখ্যা ৫, ১৫৮টি।
পরবর্তী অনুসন্ধানে Cheetah নামের আরেকটি টুইটার অ্যাকাউন্টে গত ১৮ আগস্ট করা একটি টুইট খুঁজে পাওয়া যায়।
উক্ত পোস্টটি বিশ্লেষণ করে দেখা যায়, Razon Raj নামের ফেসবুক আইডি থেকে প্রচারিত ভিন্ন সময়ের আরেকটি স্ক্রিনশটের সাথে উক্ত টুইটের সঙ্গে যুক্ত স্ক্রিনশটটিতে দেখানো ক্রিস্টিয়ানো রোনালদো এবং সার্জিও রামোসের কমেন্টের সময়ের সাথে হুবহু মিল রয়েছে।
অর্থাৎ উক্ত স্ক্রিনশটটিতে রোনালদোর করা কমেন্টটি ২১ ঘন্টা আগে এবং সার্জিও রামোসের করা রিপ্লাইটিও ভাইরাল স্ক্রিনশটটির মত ৭ ঘন্টা আগে।
মূলত, সার্জিও রামোসের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে সম্প্রতি ৬০ মিলিয়ন ফলোয়ারের মাইলফলক স্পর্শ করলে তিনি তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে তে একটি পোস্ট করেন। যাতে ক্রিস্টিয়ানো রোনালদো You need a zero to catch me লিখে একটি মন্তব্য করেন। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ক্রিনশট ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় রোনালদোর মন্তব্যে রামোস you need a world cup to catch me লিখে রিপ্লাই করেছেন। তবে অনুসন্ধানে দেখা যায়, রোনালদোর মন্তব্যে রামোস এমন কোনো প্রত্যুত্তর করেননি। বরং তার করা ভিন্ন একটি মন্তব্যকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এডিট করে আলোচিত স্ক্রিনশটটি তৈরি করা হয়েছে।
সুতরাং, সার্জিও রামোসের ইন্সটাগ্রাম পোস্টের কমেন্টে রোনালদোর মন্তব্যের বিপরীতে রামোসের মন্তব্য দাবিতে একটি স্ক্রিনশট প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Sergio Ramos Instagram Account: Empezamos en 2014 y, aunque parece imposible, ya somos 60 millones. Para celebrarlo y devolveros el cariño que me dais, os propongo un… | Instagram
- The CR Timeline. Twitter Account: The CR7 Timeline. on X: “Sergio Ramos responds to Cristiano Ronaldo reply to his 60 Million follower post. ?? https://t.co/SRAnfgeWQu” / X (twitter.com)
- Rumor Scanner Own Analysis