সম্প্রতি “কুয়েতের সব চেয়ে ধনী ব্যক্তি নাসসি আল খিরকি মারা গেছেন, তিনি ধন সম্পদের পাহাড় রেখে গেছেন,কি করবেন টাকা দিয়ে?” শীর্ষক শিরোনামে এক ব্যক্তির ছবি বিগত বছর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে।
২০২১ সালে ভাইরাল কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। ২০২০ সালের ভাইরাল কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে জানা যায় ছবিতে অন্ত্যেষ্টিক্রিয়ারত অবস্থায় থাকা ব্যক্তিটি Nassi Al Kharki নয় বরং Sheron Sukhedo এবং তিনি কুয়েতের নাগরিক নন।
আন্তর্জাতিক গণমাধ্যম ডেইলি মেইল এবং মেট্রোতে ২০১৮ সালের ০৪ ই এপ্রিল প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ত্রিনিদাদ ও টোবাগো রাষ্ট্রের ধনীব্যক্তি ( Sheron Sukhedo ) গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
তাছাড়া কুয়েতের ধনী ব্যক্তিদের তালিকায় নাসসি আল খিরকি নামের কোন ব্যক্তির তথ্য ইন্টারনেটে পাওয়া যায় নি। তবে Nassi Al Kharafi নামক একজন ধনী ব্যক্তির তথ্য ফোর্বসের রিপোর্টে পাওয়া গিয়েছে যিনি ২০১১ সালে মারা যান।
সুতরাং, “কুয়েতের সব চেয়ে ধনী ব্যক্তি নাসসি আল খিরকি মারা গেছেন” শীর্ষক তথ্য ও ছবিটি সম্পূর্ণ গুজব ও বিভ্রান্তিকর।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: কুয়েতের সব চেয়ে ধনী ব্যক্তি নাসসি আল খিরকি মারা গেছেন
- Claimed By: Facebook Posts
- Fact Check: Misleading
[/su_box]