চট্টগ্রামের বন্যায় লাশ ভাসিয়ে দেওয়ার দৃশ্য দাবিতে ভাইরাল ছবিটি এডিটেড

সম্প্রতি, চট্টগ্রামের বন্যায় এক ব্যক্তি কর্তৃক তার মায়ের লাশ ভাসিয়ে দেওয়ার চিত্র দাবিতে একটি ছবি ফেসবুকে প্রচার করা হচ্ছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চট্টগ্রামের বন্যায় এক ব্যক্তি কর্তৃক তার মায়ের লাশ ভাসিয়ে দেওয়ার চিত্র শীর্ষক দাবিটি সঠিক নয় মূল ছবিটি ২০২২ সালে সিলেটের বন্যার ঘটনার এবং উক্ত ছবিতে কোনো লাশ ছিল না, যা প্রযুক্তির সহায়তায় এডিট করে বসিয়ে প্রচার করা হচ্ছে। 

ছবিটির বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চ করে ২০২২ সালের ২৪ জুন MA Nezami নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে একই ছবি ব্যবহার করে প্রকাশিত একটি পোস্ট (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। 

উক্ত পোস্টের ক্যাপশনেও প্রায় একই তথ্যই উল্লেখ ছিল।

একইদিন এ বিষয়ে প্রকাশিত আরো একটি পোস্ট দেখুন এখানে ( আর্কাইভ)। 

অর্থাৎ, ছবিটি সাম্প্রতিক সময়ের নয়। 

এ বিষয়ে আরো অনুসন্ধান করে ২০২২ সালের ১৯ জুন অনলাইন গণমাধ্যম ঢাকা পোস্টের ওয়েবসাইটে সেসময়ের সিলেটে বন্যার বিষয়ে প্রকাশিত একটি প্রতিবেদনে একই ছবি খুঁজে পাওয়া যায়। তবে ছবিতে লাশ সদৃশ কোনো বস্তু দেখা যায়নি। 

Screenshot : Dhaka Post

অর্থাৎ, আলেচিত ছবিটিতে লাশের ছবি এডিটের মাধ্যমে যুক্ত করে বিগত বছর থেকেই ভিন্ন ভিন্ন দাবিতে প্রচার হয়ে আসছে।

Image Comparison by Rumor Scanner 

সেসময় আরেকটি অনলাইন সংবাদমাধ্যম এবিনিউজ২৪ এর ওয়েবসাইটে প্রকাশিত একই ছবি দেখুন এখানে

Screenshot :Abnews24.com

মূলত, চট্টগ্রামের বন্যায় এক ব্যক্তি কর্তৃক তার মায়ের লাশ ভাসিয়ে দেওয়ার চিত্র দাবিতে উক্ত ছবিটি ফেসবুকে প্রচার করা হচ্ছে। তবে, রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, মূল ছবিটি ২০২২ সালের জুনে সিলেটের বন্যার ঘটনার এবং ছবিটিতে কোনো লাশ ছিল না। মূলত, প্রযুক্তির সহায়তায় এডিটেড এই ছবিটি গত বছর থেকেই ভিন্ন ভিন্ন স্থানের দাবিতে ইন্টারনেটে প্রচার হয়ে আসছে।

সুতরাং, চট্টগ্রামের বন্যায় লাশ ভাসিয়ে দেওয়ার দৃশ্য দাবিতে ফেসবুকে ভাইরাল হওয়া ছবিটি এডিটেড। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img