গত বছর অর্থাৎ ২০২৩ সালের নভেম্বর মাস থেকে পানির তলদেশে সুড়ঙ্গ সদৃশ একটি রাস্তার ভিডিওকে বাংলাদেশের চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় থাকা কর্ণফুলী বা বঙ্গবন্ধু টানেলের ভিডিও দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।
![বঙ্গবন্ধু টানেলের](https://rumorscanner.com/wp-content/uploads/2024/02/1000066244-1024x833.jpg)
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
টিকটকে প্রচারিত এমন একটি ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
![](https://rumorscanner.com/wp-content/uploads/2024/02/1000066253-1024x826.jpg)
গত বছর অর্থাৎ ২০২৩ সালের নভেম্বর মাসে ফেসবুকে প্রচারিত একটি পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
একই সময়ে টিকটকে প্রচারিত একটি ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবদি সাম্প্রতিক সময়ে ভাইরাল হওয়া ফেসবুকে পোস্টটিতে প্রায় ৩৯৭ টি পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং শেয়ার হয়েছে প্রায় ২০ বার।
এছাড়া, শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে সাম্প্রতিক সময়ে ভাইরাল হওয়া ভিডিওটিতে প্রায় ১ হাজার ৭২৫ টি ভিন্ন অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি শেয়ার হয়েছে প্রায় ২১ বার।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিতে দেখানো টানেলের ভিডিওটি বাংলাদেশের কর্ণফুলী বা বঙ্গবন্ধু টানেলের নয় বরং এটি চীনের দীয়ানচি টানেলের ভিডিও।
মূলত, সাম্প্রতিক সময়ে পানির তলদেশে সুড়ঙ্গ সদৃশ একটি রাস্তার ভিডিওকে বাংলাদেশের চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় থাকা কর্ণফুলী বা বঙ্গবন্ধু টানেলের ভিডিও দাবি করে প্রচার করা হচ্ছে। কিন্তু রিউমর স্ক্যানার টিম যাচাই করে দেখেছে যে উক্ত ভিডিওটি বঙ্গবন্ধু টানেলের নয়৷ চীনের ইউনান প্রদেশের কাওহাই টানেলের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
উল্লেখ্য, পূর্বেও একই দাবিতে ভিডিওটি ইন্টারনেটে প্রচার করা হলে সেসময় বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার টিম।