স্কুল শিক্ষার্থীকে যৌন হয়রানির এই ভিডিওটি বাংলাদেশের নয়

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে দেখা যায়, সরু গলিপথ দিয়ে মোটরবাইক চালিয়ে যাওয়া এক ব্যক্তি এক স্কুল শিক্ষার্থীর গায়ে হাত দিয়ে দ্রুত সটকে পড়েন। এই ভিডিওটি বাংলাদেশের ঘটনা বলে দাবি করা হচ্ছে।

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে।

এ সংক্রান্ত একটি ভিডিওই ফেসবুকে দেখা হয়েছে সাড়ে চার লক্ষেরও অধিক বার। 

এ ঘটনাটি বাংলাদেশের দাবি করে জাতীয় দৈনিক কালের কণ্ঠ পত্রিকার ওয়েবসাইটে পত্রিকাটির ডেপুটি নিউজ এডিটর আনিসুর বুলবুলের একটি লেখা প্রকাশিত হয়েছে। দেখুন এখানে। 

একই দাবিতে এক্সের পোস্ট দেখুন এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয় বরং, এটি পাকিস্তানের মুলতানের সাম্প্রতিক ঘটনা। দেশটির পুলিশ ইতোমধ্যেই এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে। 

এ বিষয়ে অনুসন্ধানে পাকিস্তানের ইংরেজি দৈনিক পাকিস্তান অবজারভারের ফেসবুক পেজে গত ২৪ আগস্ট প্রকাশিত একটি ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল খুঁজে পাওয়া যায়। 

Comparison: Rumor Scanner 

ভিডিওটির ক্যাপশনে থেকে জানা যায়, দেশটির মুলতানে পুলিশ দশম শ্রেণীর এক ছাত্রীকে হেনস্থা করার ঘটনায় জড়িত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। সোশ্যাল মিডিয়ায় সিসিটিভি ফুটেজ প্রকাশ পাওয়ার পর ঘটনাটি প্রকাশ্যে আসে, যেখানে দেখা যায় যে, ভুক্তভোগী – একজন ম্যাট্রিকুলেশনের ছাত্রী – রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একজন মোটরসাইকেল আরোহী এগিয়ে এসে তাকে হয়রানি করে। ভাইরাল ভিডিওটির পর পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করে। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে অভিযুক্ত এখন হেফাজতে রয়েছে এবং আরও তদন্ত চলছে। 

পাকিস্তানের মূল ধারার গণমাধ্যম ডন এর ওয়েবসাইটে একই দিনে প্রকাশিত এ সংক্রান্ত সংবাদ থেকে আরো জানা যায়, গত ২৩ আগস্ট এই ঘটনায় যে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে তার নাম ওয়াকাস। 

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয়। 

সুতরাং, এক স্কুল শিক্ষার্থীকে যৌন হয়রানির এই ভিডিওটি বাংলাদেশের বলে দাবি করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img