সম্প্রতি, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহ গ্রেপ্তার দাবিতে এটিএন নিউজের একটি ভিডিও প্রতিবেদন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ছেলে রাফাত গ্রেপ্তার দাবিতে এটিএন নিউজেরর ভিডিও প্রতিবেদনটি সাম্প্রতিক সময়ের নয় বরং, ২০২২ সালে তার গ্রেপ্তার হওয়ার সংবাদ প্রতিবেদনের ভিডিও সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানে এটিএন নিউজের ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ১০ নভেম্বর ‘জামায়াতে ইসলামীর আমিরের ছেলে রাফাত গ্রেফতার | Bangladesh Jamaat-e-Islami | ATN News’ শীর্ষক শিরোনামে প্রচারিত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল খুঁজে পাওয়া যায়।

সে সময়ের গণমাধ্যম সংবাদ সূত্রে জানা যায়, ২০২২ সালের ৯ নভেম্বর সিলেট থেকে রাফাত সাদিক সাইফুল্লাহকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) একটি টিম।
অর্থাৎ, এটি সাম্প্রতিক সময়ের কোনো ঘটনা নয়।
রাফাত পরবর্তীতে মুক্তি পেয়েছেন কিনা তা জানতে কিওয়ার্ড সার্চ করে গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য মেলেনি।
তবে এডভোকেট আবদুল মান্নান বিপ্লব নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বরের একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। এই পোস্ট থেকে জানা যায়, রাফাত মুক্তি পেয়েছেন।

এছাড়া, চলতি বছরের গত ৬ জানুয়ারি আবদুর রহিম রনি নামের আরেকটি ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে রাফাতের ছবি যুক্ত করে উক্ত ব্যক্তি তার সাথে রাফাতের আত্মীয়ের বন্ধন তৈরি হয়েছে বলে জানান।

সুতরাং, ২০২২ সালের নভেম্বরে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ছেলে রাফাতকে গ্রেপ্তারের ভিডিও প্রতিবেদনকে সাম্প্রতিক ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।