রাম মন্দিরে প্রথম দিনে প্রাপ্ত অনুদানের ভিডিও দাবিতে ভিন্ন মন্দিরের ভিডিও প্রচার

সম্প্রতি, ‘রাম মন্দিরে প্রথম দিনের দান’ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

রাম মন্দিরে

এ দাবিতে বাংলাদেশি ফেসবুক ব্যবহারকারীর পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

একই দাবিতে ভারতীয় ফেসবুক ব্যবহারকারীদের পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত ভিডিও পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচ্য ভিডিওটি অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের প্রথম দিনে প্রাপ্ত অনুদানের নয় বরং এটি ভারতের রাজস্থানের চিত্তোরগড়ে অবস্থিত সানওয়াড়িয়া শেঠ মন্দিরে অনুদানের টাকা গণনার পুরোনো ভিডিও। 

অনুসন্ধানের রিভার্স ইমেজ সার্চ করে গত ১৬ জানুয়ারি Nitin Vaishnav নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। (আর্কাইভ) উক্ত পোস্টে থাকা ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির হুবহু মিল রয়েছে।

Video Comparison: Rumor Scanner 

উক্ত পোস্টটির হিন্দি ভাষার ক্যাপশন অনুবাদ করে জানা যায়, শ্রী সানওয়ালিয়া শেঠ:- এবার রেকর্ড পরিমাণ ১২ কোটি ৬৯ লাখ নগদ অনুদান এসেছে। 

পরবর্তীতে এ বিষয়ে কি-ওয়ার্ড সার্চ করে ভারতীয় গণমাধ্যম abp News এর ওয়েবসাইটে গত ১৬ জানুয়ারি “New record of Sanwaliya Seth temple, devotees donated so many crores of rupees and gold and silver in 6 days” (ইংরেজি অনূদিত) শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। 

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, রাজস্থানের উদয়পুর বিভাগের চিত্তোরগড়ে অবস্থিত শ্রী সানওয়াড়িয়া শেঠ মন্দিরের ভাণ্ডারের গণনা শেষ হয়েছে। প্রতি মাসে খোলে এই মন্দিরের ভাণ্ডার গণনা এবার চলে ৬ দিন ধরে। ভাণ্ডারা ১০ জানুয়ারি খোলা হয়েছিল, যার গণনা সোমবার শেষ হয়েছিল। হিসাব অনুযায়ী, এই এক মাসে রেকর্ড কোটি টাকার নগদ টাকা, রুপা ও স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

এছাড়া ইন্টারনেটে উক্ত ভিডিওটি গত ১৬ জানুয়ারি প্রকাশ অবস্থায় পাওয়া যায়। অন্যদিকে গত ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হয়। অর্থাৎ, রাম মন্দির উদ্বোধনের পূর্ব হতেই ভিডিওটির অস্তিত্ব ইন্টারনেটে রয়েছে। 

এছাড়া, গত ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পর প্রথম দিনে প্রাপ্ত অনুদানের বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে India Today এর ওয়েবসাইটে গত ২৫ জানুয়ারি “Ayodhya Ram Mandir receives over Rs 3 crore donations on first day of opening” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। 

প্রতিবেদন থেকে জানা যায়, উদ্বোধনের প্রথম দিনেই ৩ কোটি টাকা অনুদান পাওয়া গেছে রাম মন্দিরের ট্রাস্টে। 

অর্থাৎ, রাম মন্দির উদ্বোধনের প্রথম দিনে প্রাপ্ত অনুদানের দাবিতে প্রচারিত ভিডিওটি রাজস্থানের উদয়পুর বিভাগের চিত্তোরগড়ে অবস্থিত শ্রী সানওয়াড়িয়া শেঠ মন্দিরের ভাণ্ডার থেকে পাওয়া অনুদানের ভিডিও। 

মূলত, গত ২২ জানুয়ারি ভারতের অযোধ্যায় বহুল আলোচিত রাম মন্দির উদ্বোধন করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর পর্যন্ত এই স্থানেই দাঁড়িয়ে ছিল বাবরি মসজিদ। ২০১৯ সালে সুপ্রিম রায়ের পর শুরু হয়েছিল রাম মন্দির নির্মাণের কাজ। পরবর্তীতে রাম মন্দির উদ্বোধনের প্রথম দিনে প্রাপ্ত অনুদানের দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটি অযোধ্যার রাম মন্দিরের নয়। প্রকৃতপক্ষে, রাজস্থানের উদয়পুর বিভাগের চিত্তোরগড়ে অবস্থিত শ্রী সানওয়াড়িয়া শেঠ মন্দিরের ভাণ্ডার থেকে পাওয়া অনুদানের ভিডিওকে রাম মন্দিরের ভাণ্ডার থেকে প্রাপ্ত অনুদানের ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে। 

সুতরাং, রাজস্থানের উদয়পুর বিভাগের চিত্তোরগড়ে অবস্থিত শ্রী সানওয়াড়িয়া শেঠ মন্দিরের ভাণ্ডার থেকে পাওয়া অনুদানের ভিডিওকে রাম মন্দিরের ভাণ্ডার থেকে প্রাপ্ত অনুদানের ভিডিও দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img