সম্প্রতি দেশে ধর্ষণের ঘটনা বৃদ্ধি পেয়েছে এমন অভিযোগে সমালোচনা চলছে সর্বত্র। এরই প্রেক্ষিতে একটি ভিডিও এবং স্থির চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে যাতে দেখা যায়, এক নারী তার বক্ষ উন্মুক্ত করে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করছেন। দাবি করা হচ্ছে, ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদের এই ঘটনাটি বাংলাদেশের।

উক্ত দাবিতে ফেসবুকের পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ইউটিউবের পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদে বক্ষ উন্মুক্তের ঘটনা দাবির এই ভিডিওটি বাংলাদেশের নয় বরং ২০২০ সালে ভারতের এই নারী তার ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করেন। এটিকে সাম্প্রতিক সময়ের বাংলাদেশের ভিডিও বলে দাবি করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে কিনকিনি সেনগুপ্তা সরকার নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে ২০২০ সালের ১০ মে প্রকাশিত একই ভিডিও খুঁজে পাওয়া যায়।

কিনকিনির ফেসবুক প্রোফাইল থেকে জানা যাচ্ছে, তিনি ভারতের একজন অভিনেত্রী। থাকেন কলকাতায়। এই ভিডিওটি তিনি করোনার লকডাউন চলাকালীন করেছিলেন।
অর্থাৎ, ভিডিওটি যে বাংলাদেশের নয় তা নিশ্চিত।
সুতরাং, ধর্ষণের প্রতিবাদের ভারতের অভিনেত্রীর বক্ষ উন্মুক্তের ভিডিওকে বাংলাদেশের ঘটনা দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Kinkini Sengupta Sarkar: Facebook Video