কাশ্মীর অভিমুখে পাকিস্তান বিমান বাহিনী দাবিতে পুরোনো ও ভিন্ন ঘটনার ভিডিও প্রচার 

চলতি বছরের ২২ এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলা হয়। একদল সশস্ত্র ব্যক্তি সেখানে ভ্রমণে আসা পর্যটকদের ওপর গুলি চালায়। এতে ২৬ জন নিহত হন, আহত হন আরও কয়েক ডজন ব্যক্তি। ভারতের নিরাপত্তা সংস্থাগুলো এ হামলার সঙ্গে পাকিস্তানের যোগসূত্র আছে বলে দাবি করে। যদিও এমন অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে পাকিস্তান। এরই প্রেক্ষিতে সাম্প্রতিক সময়ে ‘পাকিস্তান বিমান বাহিনী উচ্চ সতর্কতায়, পাকিস্তান বিমান বাহিনীর কাশ্মীর অভিমুখে বিমান, নীলম ভ্যালি লিপা সেক্টরে দুটি ভারতীয় পোস্ট ধ্বংসের খবর পাওয়া গেছে’ শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে ৷ 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্টটি দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কাশ্মীর অভিমুখে পাকিস্তান বিমান বাহিনী দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং, ২০২৪ সাল থেকে ইন্টারনেটে ভিডিওটির অস্তিত্ব রয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে, PAF TOP GUN নামক একটি ইন্সটাগ্রাম একাউন্টে ২০২৪ সালের ২৪ এপ্রিল তারিখে ‘F-16 Fighting Falcon Night Time Flying’ শীর্ষক শিরোনামে প্রকাশিত আলোচিত ভিডিওটি খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল দেখতে পাওয়া যায়। 

Image comparison by Rumor Scanner 

উক্ত পোস্টের মন্তব্যের ঘরে ‘farukh farhat’ নামক এক ব্যক্তি, এটি কোন বিমান ঘাঁটির দৃশ্য জানতে চাইলে প্রত্যুত্তরে ‘PAF TOP GUN’ একাউন্ট থেকে জানানো হয়, এটি সারগোধা ঘাঁটি। 

উল্লেখ্য, সারগোধা বিমানঘাঁটিটি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অবস্থিত। এটি মূলত ব্রিটিশ রাজত্বকালে নির্মিত হয়েছিল এবং বর্তমানে এটি পাকিস্তান এয়ারফোর্সের (PAF) একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি।

অর্থাৎ, এটি নিশ্চিত যে আলোচিত ভিডিওটি চলমান ভারত-পাকিস্তান সংঘাতের নয়।

সুতরাং, পুরোনো ও ভিন্ন ঘটনায় ধারণ করা একটি ভিডিওকে কাশ্মীর অভিমুখে পাকিস্তান বিমান বাহিনীর দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র 

  • Instagram Post: PAF TOP GUN 
  • Rumor Scanner’s analysis  

আরও পড়ুন

spot_img