সম্প্রতি, পুলিশ ও সেনাবাহিনীর হাতে প্রবাসী অনলাইন এ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের ছোট ছেলে আটক হয়েছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে। ভিডিওটিতে সাদা পাঞ্জাবি-পায়জামা পরিহিত একজন ব্যক্তিকে আটক করে পুলিশের প্রিজন ভ্যানে তুলতে দেখা যায়।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
টিকটকে প্রচারিত একই ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
একই দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রবাসী অনলাইন এ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের ছোট ছেলেকে আটক করা হয়নি। প্রকৃতপক্ষে, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি শফিউল আলম লাট্টুর ছেলে মোস্তাসেরুল আলম অনিন্দ্যকে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও বিস্ফোরকসহ গ্রেফতারের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে ভিডিওতে থাকা ইলেকট্রনিক গণমাধ্যম দেশ টেলিভিশনের লোগোর সূত্র ধরে গণমাধ্যমটির ফেসবুক পেজ পর্যবেক্ষণের মাধ্যমে গত ১৮ আগস্ট পেজটিতে প্রচারিত একই ভিডিওটির সন্ধান পাওয়া যায়।

ভিডিওটির শিরোনামে, ‘পিনাকী-ওসমান হাদির কথা শুনতে বললেন সেনাবাহিনীর হাতে অস্ত্রসহ গ্রেপ্তার অনিন্দ্য’ শীর্ষক কথা বলা থাকলেও পোস্টটিতে আটক ব্যক্তির পরিচয় উল্লেখ করা হয়নি। তবে আটক ব্যক্তির নাম অনিন্দ্য এবং তিনি অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন বলে শিরোনামটি থেকে জানা যায়।
পরবর্তীতে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে বাংলা ট্রিবিউনের ওয়েবসাইটে গত ১৭ আগস্ট অস্ত্র ও বিস্ফোরকসহ গ্রেফতার অনিন্দ্য ও তার দুই সহযোগী রিমান্ডে শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটি থেকে জানা যায়, অস্ত্র ও বিস্ফোরকসহ যৌথ বাহিনীর হাতে আটক অনিন্দ্যের পুরো নাম মোস্তাসেরুল আলম অনিন্দ্য। গত ১৬ আগস্ট রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় অনিন্দ্য পরিচালিত ‘ডক্টর ইংলিশ’ নামের একটি কোচিং সেন্টারে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেন। এ ঘটনায় সেদিন দুই সহযোগীসহ অনিন্দ্যকে গ্রেফতার করা হয়। এছাড়াও প্রতিবেদন থেকে জানা যায়, অনিন্দ্য রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি শফিউল আলম লাট্টুর ছেলে। তিনি আওয়ামী লীগ নেতা ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই।
পাশাপাশি প্রতিবেদনটিতে অনিন্দ্যের সাদা পাঞ্জাবি-পায়জামা পরিহিত ছবিও দেখতে পাওয়া যায়। যার সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর ব্যক্তি ও পোশাকের মিল লক্ষ্য করা যায়।
এছাড়াও একাধিক গণমাধ্যমে অনিন্দ্যের আটক হওয়ার সংবাদ খুঁজে পাওয়া যায়। এমন প্রতিবেদন দেখুন এখানে এবং এখানে।
অর্থাৎ, যৌথ বাহিনী হাতে আটক অনিন্দ্য প্রবাসী অনলাইন এ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের ছেলে নয়।
পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে মানবজমিনের ওয়েবসাইটে ২০১৮ সালে পিনাকী ভট্টাচার্য নিখোঁজের সময় প্রকাশিত একটি প্রতিবেদনে থেকে জানা যায়, পিনাকী ভট্টাচার্যের একজন ছেলে সন্তান রয়েছেন। তার ছেলের নাম রাসেভ আঞ্জুম শুভ। কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে গণমাধ্যম কিংবা অন্যকেনো নির্ভরযোগ্য সূত্রে শুভর আটক হওয়ার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, প্রবাসী অনলাইন এ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের ছোট ছেলে যৌথ বাহিনীর হাতে আটক হয়েছেন দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Desh TV Facebook Page: পিনাকী-ওসমান হাদির কথা শুনতে বললেন সেনাবাহিনীর হাতে অস্ত্রসহ গ্রেপ্তার অনিন্দ্য
- Bangla Tribune Website: অস্ত্র ও বিস্ফোরকসহ গ্রেফতার অনিন্দ্য ও তার দুই সহযোগী রিমান্ডে
- Manab Zamin Website: দু’মাসেও খোঁজ মেলেনি ব্লগার পিনাকীর উৎকণ্ঠায় পরিবার